এক্সপ্লোর
ঠোঁটে মুড়ি চেপে দৈত্যের সাজে ছোট্ট রণবীর, দেখুন সেই ছবি
এবার ফোকাসে তাঁর ছোটবেলার একটি মিষ্টি ছবি, যা অনেকেরই শৈশব মনে করিয়ে দেবে। ছোট্ট রণবীরের দাঁতে আটকানো মুড়ি। ঠোঁটে মুড়ি চেপে দৈত্য সাজা, প্রায় সকলেরই ছোটবেলার অভ্যেস।

মুম্বই: সম্প্রতি আইফার মঞ্চে সেরা অভিনেতার সম্মান পেলেন রণবীর সিংহ। পুরষ্কারপ্রদান সন্ধ্যায় মাথায় ঝুঁটি বেঁধে অদ্ভুত পোশাকে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। সঙ্গে বেগুনি পোশাকে সকলের নজর কেড়েছিলেন দীপিকাও। এবার রণবীর আবার শোরগোল ফেললেন সোশ্যাল মিডিয়ায়। এবার ফোকাসে তাঁর ছোটবেলার একটি মিষ্টি ছবি, যা অনেকেরই শৈশব মনে করিয়ে দেবে। ছোট্ট রণবীরের দাঁতে আটকানো মুড়ি। ঠোঁটে মুড়ি চেপে দৈত্য সাজা, প্রায় সকলেরই ছোটবেলার অভ্যেস।
রণবীরের 'গালি বয়' ৯২ তম অস্কার অ্যাওয়ার্ডের দৌড়ে জায়গা করে নিয়েছে। আগামী বছর ১০ এপ্রিল মুক্তি পাবে রণবীরের '৮৩'। সেখানে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে তাঁকে। রণবীরের পাশপাশি ওই ছবিতে আছেন দীপিকা, পঙ্কজ ত্রিপাঠি, আর বদ্রী প্রমুখ। কবীর খান নির্দেশিত সেই ছবিটির দিকেই তাকিয়ে এখন তামাম দুনিয়া। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















