Smartphones Under Rs 10000: স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোন (Samsung Galaxy M05) লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাংয়ের এই ফোনে (Samsung Galaxy Phone) রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। স্যামসাংয়ের র্যাম প্লাস ফিচারের সাপোর্ট দেখা যাবে এই ফোনে। এই ফোন গতবছর লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনের সাকসেসর মডেল। স্যামসাং গ্যালাক্সির 'এম' সিরিজের নতুন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। মিন্ট গ্রিন রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন, স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং নির্দিষ্ট রিটেল স্টোর থেকে।
স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন এক নজরে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এর সঙ্গে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস PLS LCD ডিসপ্লে।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোনের ইনবিল্ট স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- আর স্যামসাংয়ের র্যাম প্লাস ফিচারের সাহায্যে র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে ফোনে চার্জ দেওয়া যাবে।
- এই ৪জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর রয়েছ ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে। ডিভাইসের ওজন প্রায় ১৯৫ গ্রাম। রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ সাপোর্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।