এক্সপ্লোর
Advertisement
‘ঈশ্বর ও বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে, সত্যের জয় হবে’, সুশান্তর মৃত্যুর ঘটনায় এফআইআর দায়েরের পর মুখ খুললেন রিয়া
ভিডিওতে রিয়া বলেছেন, ‘আমার ঈশ্বর ও বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমার বিশ্বাস, ন্যায়বিচার পাব। আমাকে নিয়ে নানা কথা হচ্ছে। কিন্তু আইনজীবীদের পরামর্শ অনুসারে, আমি এ বিষয়ে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকছি। সত্যমেব জয়তে। সত্য সামনে আসবে’।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন রিয়া চক্রবর্তী। সুশান্ত-মৃত্যু মামলা বিচারাধীন, তাই চুপ রয়েছি। অনেক কিছু রটানো হচ্ছে, সত্যের জয় হবে। বললেন রিয়া। উল্লেখ্য, রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংহ। এরপর প্রথমবার মুখ খুললেন রিয়া চক্রবর্তী। একটি ভিডিও-র মাধ্যমে তিনি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ঈশ্বরের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি ন্যায় বিচার পাবেন।
ভিডিওতে রিয়া বলেছেন, ‘আমার ঈশ্বর ও বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমার বিশ্বাস, ন্যায়বিচার পাব। আমাকে নিয়ে অনেক কিছু রটনা হচ্ছে। কিন্তু আইনজীবীদের পরামর্শ অনুসারে, আমি এ বিষয়ে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকছি। সত্যমেব জয়তে। সত্য সামনে আসবে’।
উল্লেখ্য, সুশান্তর বাবা এফআইআরে রিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন । এরইমধ্যে রিয়া সুপ্রিম কোর্টে আর্জি দায়ের করেছেন। আর্জিতে তিনি বলেছেন, সুশান্তর সঙ্গে এক বছর ধরে সম্পর্ক ছিল। তাঁরা একসঙ্গে থাকতেনও।
রিয়া আরও জানিয়েছেন, গত ১৪ জুন সুশান্তর আত্মহত্যার আগে ৮ জুন পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। পরে তিনি অস্থায়ীভাবে তাঁর সান্তাক্রুজে বাড়িতে চলে যান। তিনি সুশান্তর বাবার সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement