মুম্বই: করোনা পরিস্থিতির কারণে বিয়ে পিছিয়ে গিয়েছে। নাহলে আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হতেন বলিউডের দুই তারকা রিচা চাড্ডা (Richa Chaddha) এবং আলি ফজল (Ali Fazal)। বেশ কিছু সাক্ষাৎকারে দুই তারকাই জানিয়েছিলেন যে, ২০২০ সালেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা অতিমারির কারণে তা পিছিয়ে গিয়েছে। অবশেষে আলি ফজলের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন রিচা। আগামী ৬ অক্টোবর বিয়ে তাঁদের। তার আগে আজ সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে মেহেন্দির ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী।


রিচা চাড্ডার মেহেন্দির ছবি-


এদিন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মেহেন্দির ছবি পোস্ট করেছেন। আগামী ৬ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তার আগে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা অনুষ্ঠান। হাতে গাঢ় রঙের মেহেন্দি, তার সঙ্গে অভিনেত্রী হাতে পরেছেন চারকোয়েস চুড়ি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেহেন্দি করা হাতের ছবি পোস্ট করেছেন রিচা। 






আরও পড়ুন - Ayushmann Khurrana: প্রযোজকদের সাহায্য করতে কী সিদ্ধান্ত নিলেন আয়ুষ্মান খুরানা


প্রসঙ্গত, রিচা চাড্ডা এবং আলি ফজল তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পডকাস্ট ভয়েস মেল পোস্ট করেন সম্প্রতি। যেখানে নিজেদের সম্পর্ক থেকে বিয়ের নানা কথা বলেছেন দুই তারকা। করোনা অতিমারি পরিস্থিতির কারণে বিয়ের জাঁকজমক যে কমেছে, সে কথাও সেখানে জানিয়েছেন তাঁরা। রিচা চাড্ডা ও আলি ফজমের বিয়ের খবরে দারুণ উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। জানা গিয়েছে, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর আগামী ৬ অক্টোবর বিয়ে সারবেন তাঁরা। প্রি ওয়েডিং শুরু হয়ে যাবে ২রা অক্টোবর থেকে। এছাড়াও আগামী ৭ অক্টোবর তাঁরা একটি গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেছেন। যেখানে হাজির থাকবেন বলিউডের নানা তারকা। বেশ কয়েকজন হলিউড তারকার উপস্থিতির কথাও শোনা যাচ্ছে।


জানা যায়, 'ফুকরে' ছবির সেট থেকেই শুরু হয় রিচা চাড্ডা এবং আলি ফজলের সম্পর্ক। পর্দায় দুই তারকার অন্য সমীকরণ দেখা গিয়েছিল। কিন্তু বাস্তবে তা বদলে যায় সম্পর্কে। প্রায় সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৯ সালে তাঁরা বাদগান সারেন। বিয়ে হওয়ারও কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। অতিমারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই তাঁরা ফের নতুন করে বিয়ের দিন স্থির করেন।  দুই তারকাকে নতুন জীবনের আগাম শুভেচ্ছা।