নয়াদিল্লি: অভিনেত্রী রিমি সেন (Rimi Sen)। 'ধুম' (Dhoom), 'গোলমাল - ফান আনলিমিটেড' (Golmaal – Fun Unlimited), 'জনি গদ্দার'-এর (Johnny Gaddaar) মতো একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। সম্প্রতি তিনি ভাইরাল হয়েছেন রেড্ডিট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেখানে শেয়ার হচ্ছে তাঁর 'আগে ও পরে'র ছবি। অনেকেই দাবি করেন তিনি প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) করিয়েছেন। উত্তরে কী বললেন অভিনেত্রী নিজে?


রিমি সেনের মুখের আদলে আমূল পরিবর্তন, নেটিজেনদের দাবি 'প্লাস্টিক সার্জারি' করিয়েছেন তিনি!


বেশ অনেকদিনই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না রিমি সেনকে। তবে এরই মাঝে হঠাৎ ভাইরাল হয়েছে তাঁর ছবি, 'রেড্ডিট' নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেখানে দেখা যাচ্ছে নেটিজেনদের দাবি যে মুখে ছুরি-কাঁচি চালিয়েছেন তিনি। যদিও এই গুঞ্জন একেবারে হেসে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজে। রিমি নিজেই খোলসা করেন যে 'ফিলার্স, বোটক্স ও পিআরপি ট্রিটমেন্ট' করান তিনি। 


প্লাস্টিক সার্জারির গুঞ্জনের বিষয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'যদি মানুষের এমন মনে হয় যে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি... যদি সেটা ভাল হিসেবে হয়, তাহলে সেটা আমার জন্যও ভাল। প্লাস্টিক সার্জারি না করিয়েই মানুষ বলছেন। আমি শুধু ফিলার্স, বোটক্স, পিআরপি ট্রিটমেন্ট করিয়েছি, আর কিছু না।'


৪২ বছর বয়সী অভিনেত্রী প্রচলিত 'কসমেটিক পদ্ধতি' সম্পর্কে তাঁর মনোভাব ব্যক্ত করেন। তিনি সরাসরিই জানান যে ভবিষ্যতে তিনি প্রয়োজনে 'ফেসলিফট'-এর জন্যও প্রস্তুত। তিনি এও জানান যে ভারতের বাইরে অজস্র গুণী ও পারদর্শী চিকিৎসক আছেন তাঁরা 'ফেসলিফট' বিশেষজ্ঞ এবং পঞ্চাশের গণ্ডি পেরনোর পর তিনি এই সার্জারির কথা ভাবতে পারেন বলে জানান। 


অবশ্য তিনি এও জানতে চেয়েছেন যে সাম্প্রতিক ছবিতে তাঁর ত্বক দেখে নেটিজেনদের কী প্রতিক্রিয়া। তিনি জানতে চেয়েছেন তাঁর মুখের কোনও 'সংশোধন' প্রয়োজন কি না! তিনি বলেন, 'যদি আমি যা করেছি সেটাকে আপনারা ভুল বলেন তাহলে আমাকে বলুন যে কীভাবে সেই ভুল শুধরাব আমি, যাতে আমি আমার চিকিৎসকদের বলতে পারি যে তাঁরা কী ভুল করছেন। আমি বলতে পারি যে 'এটা ঠিক করে দিন'।'


আরও পড়ুন: Samantha Ruth Prabhu: চৈতন্য-শোভিতা বাগদান সারতেই বিয়ের প্রস্তাব সামান্থাকে, 'প্রায় রাজি...', উত্তর দিলেন অভিনেত্রী


একাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি 'ঝলক দিখলা যা ৯', 'বিগ বস ৯' রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।