এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
বরফঢাকা পাহাড়ে বান্ধবীর সঙ্গে নববর্ষে ছুটি কাটানোর ছবি শেয়ার করলেন ঋষভ
বরফঢাকা পাহাড়ে বান্ধবী ইশা নেগির সঙ্গে ইংরেজি নতুন বছরের ছুটি কাটালেন ভারতের ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। অবসর বিনোদনের ঝলক ঋষভ শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশন তোমার সঙ্গে থাকলে আমার নিজেকে আরও ভালো লাগে।
![বরফঢাকা পাহাড়ে বান্ধবীর সঙ্গে নববর্ষে ছুটি কাটানোর ছবি শেয়ার করলেন ঋষভ Rishabh Pant new year vacation picture with Isha Negi বরফঢাকা পাহাড়ে বান্ধবীর সঙ্গে নববর্ষে ছুটি কাটানোর ছবি শেয়ার করলেন ঋষভ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/03072456/rishabh-pant.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বরফঢাকা পাহাড়ে বান্ধবী ইশা নেগির সঙ্গে ইংরেজি নতুন বছরের ছুটি কাটালেন ভারতের ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। অবসর বিনোদনের ঝলক ঋষভ শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশন, 'তোমার সঙ্গে থাকলে আমার নিজেকে আরও ভালো লাগে'।
ইনস্টাগ্রামে ঋষভ এই ছুটি কাটানোর একটি ভিডিও ও একটি ছবিও শেয়ার করেছেন। আগামী রবিবার গুয়াহাটির ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে রয়েছেন ঋষভ।View this post on Instagram
তাঁদের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা জানিয়ে ইশা নেগিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছুটির একটি ছবি শেয়ার করেছেন। গত বছরের জানুয়ারিতে ঋষভ ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের কাছে ইশা নেগির পরিচয় করিয়ে দিয়েছিলেন। লিখেছিলেন, 'আমি তোমাকে সুখী করতে চাই, কারণ তোমার জন্যই আমি এত সুখী'।View this post on Instagram
ইনস্টাগ্রামে বায়ো অনুসারে ইশা একজন বাণিজ্য উদ্যোগী ও ইন্টিরিওর ডেকর ডিজাইনার। ইশাও সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, 'আমার হৃদয়ের সঙ্গী, আমার সেরা বন্ধু, জীবনের ভালোবাসা'। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় দলের হয়ে ব্যাটিং ও উইকেট কিপিংয়ে প্রত্যাশিত পারফর্ম করতে না পারার জন্য সমালোচনার শিকার হতে হয়েছে ঋষভকে। মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন, ঋষভ তাঁর দক্ষতার উন্নতির জন্য প্রশিক্ষণ নেবেন এবং এক বিশেষজ্ঞ উইকেটরক্ষক কোচের তত্ত্বাবধানে অনুশীলন করবেন তিনি।View this post on InstagramI just want to make you happy because you are the reason I am so happy ❤️
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)