এক্সপ্লোর
রণবীর-আলিয়ার সম্পর্ক, ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন ঋষি

মুম্বই: অবশেষে রণবীর কপূর-আলিয়া ভট্টের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঋষি কপূর। ‘সঞ্জু’ মু্ক্তির পর পেশাদার জগতে এখন ক্লাউড নাইনে রয়েছেন রণবীর। চর্চায় রয়েছে আলিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথাও। তবে এই সম্পর্ক ও ছেলের বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন ঋষি কপূর। রণবীরের বাবা মনে করেন, তাঁর ছেলের এটাই সঠিক সময় বিয়ে করার জন্যে। তিনি নিজে ২৭ বছর বয়সে বিয়ে করেছিলেন। ছেলে এখন ৩৫। এবার আর দেরি না করেই বিয়ে করে ফেলা উচিত ছেলের, মন্তব্য বাবার। ছেলে কাকে বিয়ে করবেন, সেব্যাপারে কি তাঁদের কোনও পছন্দ আছে? ঋষির দাবি, একেবারেই নয়। ছেলে নিজের পছন্দের পাত্রীকেই বিয়ে করুক। শুধু তিনি চান তাঁর নাতি-নাতনির সঙ্গে খেলা করতে।
তবে ছেলেকে এব্যাপারে বাবা কখনওই কিছু বলেন না। মা নীতু কপূর বিয়ে নিয়ে মাঝেমধ্যে ছেলেকে চাপাচাপি করেন। কারণ, ছেলে সুখে থাকলেই তিনি এবং তাঁর স্ত্রী সুখী। এদিকে আলিয়া-রণবীর সম্পর্ক নিয়েও এখন টিনসেল টাউনে জোর চর্চা রয়েছে। দুজনকে একসঙ্গে বহু সময় দেখা গিয়েছে। একে অপরের পরিবারের সঙ্গে, বাড়িতেও সময় কাটাতে দেখা গিয়েছে আলিয়া-রণবীরকে। এবিষয় ঋষির মত, যা হচ্ছে, যেটা ঘটছে সেটা সবাই দেখতেই পাচ্ছেন। তাঁর নতুন করে কিছু বলার নেই।
তবে ছেলেকে এব্যাপারে বাবা কখনওই কিছু বলেন না। মা নীতু কপূর বিয়ে নিয়ে মাঝেমধ্যে ছেলেকে চাপাচাপি করেন। কারণ, ছেলে সুখে থাকলেই তিনি এবং তাঁর স্ত্রী সুখী। এদিকে আলিয়া-রণবীর সম্পর্ক নিয়েও এখন টিনসেল টাউনে জোর চর্চা রয়েছে। দুজনকে একসঙ্গে বহু সময় দেখা গিয়েছে। একে অপরের পরিবারের সঙ্গে, বাড়িতেও সময় কাটাতে দেখা গিয়েছে আলিয়া-রণবীরকে। এবিষয় ঋষির মত, যা হচ্ছে, যেটা ঘটছে সেটা সবাই দেখতেই পাচ্ছেন। তাঁর নতুন করে কিছু বলার নেই। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















