Rishi Kaushik Exclusive: অসমে মডেলিং দিয়ে শুরু, কলকাতায় এসে ধারাবাহিকে দাপুটে অভিনয়, কেমন ছিল ঋষি কৌশিকের 'সাফল্য যাত্রা'?

Rishi Kaushik: এখন তিনি বাংলায় কাজ করার পাশাপাশি অভিনয় করছেন হিন্দি ধারাবাহিকেও। কলকাতা আর মুম্বই, সমানভাবে কীভাবে সামলাচ্ছেন অভিনেতা। ওটিটি-সিনেমা না ধারাবাহিক? সবচেয়ে পছন্দের প্ল্যাটফর্ম কোনটা?

কলকাতা: বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। অসমেই জন্ম ও বেড়ে ওঠা, কিন্তু বাঙালি দর্শকের মনে স্থায়ী ঘাঁটি গেড়েছেন বহুদিনই। তিনি ঋষি কৌশিক (Rishi Kaushik)। মডেলিং (modelling) দিয়ে কর্মজীবন শুরু, তারপর চলে

Related Articles