কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি... কেমন লাগছে দর্শকদের, জানতে হবে না? 'ফাটাফাটি' মুক্তির পরের দিনই তাই শহর কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে হাজির হলেন 'ফুল্লরা' ওরফে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। কথা বললেন দর্শকদের সঙ্গে, মিশলেন, ভাসলেন আবেগে। 


মুক্তির প্রথম সপ্তাহান্তে প্রায় পরিপূর্ণ ছিল একাধিক প্রেক্ষাগৃহ। এদিন নন্দনে যান ঋতাভরী, কথা বলেন দর্শকদের সঙ্গে। পর্দার ফুল্লরাকে পেয়ে খুশিতে, ভাললাগায় মুগ্ধ দর্শকেরাও। জানান তাঁদের ভাললাগার কথা। সোশ্যাল মিডিয়ায় ফ্রেমবন্দি রইল সেই সব দৃশ্য। এরপর সাউথ সিটি আইনক্স ও তারপরে বেহালার অশোকা সিনেমাহলে গিয়েও দর্শকদের চমকে দিয়েছিলেন ঋতাভরী। ছবির নায়িকা যদি খোদ এসে দর্শকদের থেকে জানে চান, ছবি কেমন লেগেছে, তাহলে দর্শকেরা আপ্লুত হবে না তাও কি হয়? ঋতাভরীকে মুগ্ধ দর্শক মজলেন সেলফিতে। 



এই ছবির প্রচারে তাঁকে ছুটে বেড়াতে হয়েছে বিভিন্ন জায়গায়, সাধারণ মানুষের কাছে। আর তেমনই এক প্রচারে গিয়ে এক অদ্ভূত সুন্দর অভিজ্ঞতা হয়েছিল ঋতাভরীর। 'ফাটাফাটি'-র প্রিমিয়ারে, সব ব্যস্ততার মধ্যেও সময় বের করে এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে আড্ডায় সেই গল্প ভাগ করে নিয়েছিলেন 'ফুল্লরা'। 


 






প্রচারের অঙ্গ হিসেবে একদিন ঋতাভরী পৌঁছে গিয়েছিলেন সমাজের এমন কিছু মেয়েদের কাছে, যাঁরা নিজেদের জীবনে, নিজেদের ভূমিকায় 'ফাটাফাটি'। যে সমস্ত নারীরা সমাজের নিজের পরিচয় তৈরি করেছেন, সফল হয়েছেন নিজেদের গন্ডিতে, তাঁদেরই একটি বিপণি সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে চুক্তি জানিয়েছিল টিম 'ফাটাফাটি'। ঋতাভরী বলছেন, 'আমরা বেছে নিয়েছিলাম কিছু মিস ফাটাফাটি-দের। তাঁদের হাতে আমরা পুরস্কার তুলে দিই, সম্মান জানাই। ওঁরা একটা বেকারি চালান সবাই মিলে। আর সেখানেই আমার কাছে ছুটে এক শিশু। আমার হাতে ওর লক্ষ্মীর ভাঁড়টা তুলে দিয়ে বলে, 'দিদি, তুমি যে স্কুলটা চালাও, এটা তার জন্য। ওখানকার ভাই বোনেদের জন্য। আমি ২ বছর ধরে জমিয়েছি।' আমার মন ভরে উঠল। আমরা যা করি, অভিনয়, পরিচিতি, খ্যাতি এগুলো তো রয়েছেই, কিন্তু মানুষের মন ছুঁতে পারা সবচেয়ে বড় ব্যাপার। সেই ভালবাসা, প্রতিক্রিয়া পেয়েছি বলে ভীষণ ভীষণ খুশি। মানুষ এই ছবিটা দেখে যদি এমনভাবে আমাদের জানান, ভালবাসা দেন... ভীষণ ভাল লাগবে।'


উচ্ছ্বসিত ঋতাভরী আরও বলেন, 'এই প্রথম আমার ছবিতে সিটি পড়ছে। দর্শকদের ভালবাসায় আমি আপ্লুত। আশা করছি আগামীতেও মানুষকে এমনভাবে ছুঁয়ে যাবে ফাটাফাটি।'


আরও পড়ুন: Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?   


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি