কলকাতা: এই গল্প এক প্লাস সাইজ মডেলের। যাঁরা নিজেদের স্বাস্থ্য নিয়ে হীনমন্যতায় ভোগেন সবসময়, লজ্জা পান সবরকমের পোশাক পরতে, এই গল্প তাঁদের জন্যই। 'উইন্ডোজ প্রোডাকশন হাউস'-এর (Windows Production House)-এর তরফ থেকে মুক্তি পাচ্ছে নতুন গল্প 'ফাটাফাটি' (Fatafati)।


এই গল্পের মুখ্যভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-কে। তাঁর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। এই ছবির শ্যুটিংয়ের আগে তিনটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। আর শারিরীক কারণেই বেশ কিছুটা ওজন বেড়ে যায় তার। এরপর ছবির কারণে সেই ওজন বেড়ে যাওয়াকে কেবল ধরে রাখা নয়, আরও কিছুটা ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরীকে।                                                                                                                                                                       


ছবির শ্যুটিং চলাকালীন এবিপি লাইভকে ঋতাভরী জানিয়েছিলেন, বৃদ্ধি পাওয়া ওজনকে ধরে রাখার জন্য খাবার রুটিনে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে তাঁকে। ভাত বা মিষ্টিজাতীয় খাবার এইসময় ডায়েট তালিকায় রেখেছিলেন তিনি। নিয়মিত শরীরচর্চা ঋতাভরীর নেশা। তবে এইসময় শরীরচর্চার সময় কমিয়ে দিয়েছিলেন তিনি। কেবল ফিট থাকার জন্য যেটুকু প্রয়োজন ততটাই শরীরচর্চা করতেন ঋতাভরী।                                                                                                                                                   


আরও পড়ুন: Ankush in Mithai: 'মিঠাই'-এর সঙ্গে ডান্স ফ্লোর মাতাচ্ছেন, এবার কি ছোটপর্দায় অঙ্কুশ?


নতুন পোস্টার মুক্তি পাওয়ার পরে ঋতাভরী জানিয়েছেন, 'ফাটাফাটি'-র জন্য ২৫ কিলো ওজন বাড়িয়েছিলেন তিনি। তন্বী ঋতাভরী কেবল এই ছবিতে অভিনয় করার জন্যই কার্যত চ্যালেঞ্জ জানিয়েছিলেন নিজের শরীরকে। করোনার কারণে এই ছবির শ্যুটিং কিছুটা পিছিয়েও যায়। ফলে বেশ দীর্ঘ সময় ধরে এই ওজন ধরে রাখতে হয়েছিল নায়িকাকে যা সহজ ছিল না একেবারেই।             


'ফাটাফাটি' নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে শিবপ্রসাদ বলেছিলেন, 'এই ছবির জন্য কার্যত জীবনের ঝুঁকি নিয়েছে ঋতাভরী। যাঁর শরীর নিয়মিত শরীরচর্চায় অভ্যস্ত, তিনি হঠাৎ অনেকটা ওজন বৃদ্ধি করতে শরীরে নানারকম গুরুত্বপূর্ণ সমস্যা আসতে পারে। তার তোয়াক্কা করেননি ঋতাভরী।'                                                                                                                                         


অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তি পাবে মার্চ মাসে।