কলকাতা: কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সদ্য অনুদান নিয়ে বলা মন্তব্য তোলপাড়। নিজের মতো করেই প্রতিবাদ জানিয়েছেন তাঁর সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি পোস্ট করে প্রতিবাদ করেছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। আর এবার, নাম না করে কাঞ্চন মল্লিককে কটাক্ষ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নাম নাা করে নানাবিধ পোস্ট করতে থাকে ঋত্বিক। আর এবার তাঁর লেখায় উঠে এল কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ। 


ঠিক কী বলেছেন কাঞ্চন মল্লিক? 


আরজির কর কাণ্ডের আবহে ন্যায় বিচার চেয়ে সরকারি অনুদান ফিরিয়েছে একের পর এক পুজো। এর মধ্যে একাধিক পুজো উত্তরপাড়ার। প্রতিবাদের মুখর হয়েছে উত্তরপাড়ার একাধিক ক্লাব। পুজোর অনুদান ফিরিয়েছে উত্তরপাড়া শক্তি সংঘ ক্লাব এবং আপনাদের দুর্গাপুজো। অন্যান্য জায়গা থেকেও একাধিক ক্লাবের পুজোর অনুদান ফেরানোর ঘটনা কানে এসেছে। সেই আবহেই সরকারি অনুদান ফেরানো নিয়ে কটাক্ষ করলেন কাঞ্চন। কোন্নগরের ধর্নামঞ্চ থেকে কাঞ্চন বলেন, 'অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো?'। যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের তরফে বলা হয়, 'নিজেই হাসির খোরাক হচ্ছেন কাঞ্চন মল্লিক। সরকার তো আন্দোলনকে বেআইনি ঘোষণা করেনি, কাঞ্চন মল্লিকের কি যোগ্যতা আছে এই প্রশ্ন তোলার'। 


ঋত্বিকের পোস্ট


সোশ্যাল মিডিয়ায় আজ ছোট্ট একটি পোস্ট করেছেন ঋত্বিক। সেখানে লেখা..


'ঘাঁটা মল্লিক


চাটা মল্লিক


ফাটা মল্লিক


টা টা মল্লিক'


ঋত্বিকের এই পোস্ট যাঁরা পড়েছেন, তাঁদের বুঝতে বাকি নেই এই ইঙ্গিত কার দিকে। সোশ্যাল মিডিয়া ভরেছে বিভিন্ন মন্তব্যে। সেই মন্তব্যে প্রায় প্রত্যেকেই টেনে এনেছেন কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ। তবে ঋত্বিক গোটা পোস্টে কিন্তু কাঞ্চন মল্লিকের নামও উল্লেখ করেননি। এর আগেও আরজি কর আন্দোলন নিয়ে একাধিকবার প্রতিবাদে সরব হয়েছেন ঋত্বিক।

 


 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 


'