এক্সপ্লোর
Advertisement
মামলা এড়াতে এই সংস্থাকে বিপাশার দিতে হবে ২০ লাখ টাকা!
মুম্বই: লন্ডনে এক অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে বিপাশা বসুর সঙ্গে অনুষ্ঠান উদ্যোক্তাদের বিতর্ক আরও জটিল হয়েছে। দুই উদ্যোক্তা গুরবাণী কৌর ও রণিতা শর্মা হুমকি দিয়েছেন, বিপাশা খোলা চিঠিতে আত্মপক্ষসমর্থনে যে সব বক্তব্য রেখেছেন, তার বেশিরভাগই মিথ্যে। যদি তিনি এক সপ্তাহের মধ্যে ২৫,০০০ পাউন্ড তাঁদের ক্ষতিপূরণ না দেন, তবে তাঁর মুখোশ খুলে দেবেন তাঁরা। লন্ডনে বিপাশা যা যা করেছেন, তার সব সাক্ষ্যপ্রমাণ নাকি তাঁরা জোগাড় করেছেন এই কদিনে।
দিনকয়েক আগে স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে লন্ডন যান বিপাশা। সেখানে তাঁর শোস্টপার হিসেবে র্যাম্পে হাঁটার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেন তিনি।
গুরবাণীর দাবি, বিপাশা নাকি চেঁচামেচির সময় উত্তেজনার বশে তাঁর সেক্রেটারি সানার হাতে নখ বসিয়ে দেন। বিপাশা যে খোলা চিঠি লিখেছেন, তাতে তাঁদের সম্মানহানি হয়েছে। সব মিলিয়ে ক্ষতি হয়েছে ২৫,০০০ পাউন্ড সেই টাকা বিপাশাকে দিতে হবে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
খবর
Advertisement