কলকাতা: অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই ছিল না তাঁর। ছবির অফার আসলেও ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁকে অভিনয়ে আসার কথা প্রথম বলেছিলেন দেব (Dev)। আর সেই দায়িত্ববোধ থেকেই বোধহয়, সেটে তাঁকে রীতিমতো শাসনে রাখেন দেব। এবিপি লাইভের সঙ্গে নতুন ছবি 'কিশমিশ'-এর গল্প বলার সময় ঠোঁট উল্টে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) অভিযোগ, 'দেব না আমায় খুব বকে..'


দেব-রুক্মিণীর রসায়ন


সম্প্রতি শহরের প্রথম সারির একটি মলে আয়োজন করা হয়েছিল 'অবশেষে ভালোবেসে চলে যাব'-র আসরের। সেখানেই সাদা কালো পোশাকে 'দেবী'-কে পাশে নিয়ে হাজির ছিলেন দেব। আর সাদা রুপোলি পোশাকে ঝলমল করছিলেন রুক্মিণী। পর্দায় বিপরীতে দেব থাকলে কতটা সাবলীল রুক্মিণী? 'কিশমিশ'-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রুক্মিণী বললেন, 'দেব আমায় খুব বকে।অন্যান্যরা যেমন ভুল হলে বলে ঠিক আছে..হয়ে যাবে। আর দেব? একবার ভুল হলেই বলে.. 'তোমায় আমি এইগুলো শিখিয়েছি? কী হচ্ছে এটা!  ঠিক বাবা-মায়েরা যেমন বলে যে তোমায় আমি ওইজন্য বড় করেছি..' ঠিক ওভাবেই আমায় বকে দেব। 'কিশমিশ' করার সময় আমি দেবকে বলেছিলাম, 'দেব, তুমি আমায় একদম বকবে না। মনে করবে তোমার সঙ্গে নতুন অভিনেত্রী কাজ করছে। সেভাবেই ব্যবহার করবে আমার সঙ্গে।'


'নববর্ষে পাওয়া ক্যালেন্ডার খুলে প্রথমেই দেখতাম কী ছবি আছে'


কিন্তু, ভালোবাসার মানুষ.. খুব বেশি অভিযোগ করতে আবার নারাজ রুক্মিণীর প্রেমিকা সত্তা। আলতো গলায় বললেন, 'আসলে আমার থেকেও বেশি দেব আমার ক্ষমতাটা বোঝে। আমি বিশ্বাস করতাম না যে আমি অভিনয় করতে পারি। এখনও জানি না পারি কী পারি না, কিন্তু দেবের সেই বিশ্বাসটা রয়েছে যে আমি পারি। আমায় অনেক ছোট থেকে দেব দেখে আসছে। ও কিছু বুঝেছিল বলেই আমায় জোর করেছিল অভিনয় করার জন্য। অভিজ্ঞতার কারণে ও মানুষের মধ্যে এমন জিনিস দেখতে পায় যেটা সে হয়ত নিজেই জানে না।'


শেষমেষ সদ্য মুক্তি পাওয়া গানের লাইন ধরেই রুক্মিণী বললেন, 'জীবনে যাই হোক না কেন, অবশেষে ভালোবেসে চলেও গেলে, আমি দেবের কাছে এই বিষয়টা নিয়ে সবসময় কৃতজ্ঞ থাকব যে দেব আমায় রুপোলি পর্দায় নিয়ে এসেছে।'