কলকাতা: গানের সুরে তখন সন্ধে গাঢ় হচ্ছে একটু একটু করে। সেদিকে খেয়াল নেই তিলোত্তমার। মঞ্চে তখন সুরের জাল বিস্তার করছেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। হঠাৎ চমকের ওপর চমক। দর্শকাসনে যে রয়েছেন রূপম ইসলাম (Rupam Islam), তা জানতেন না অনেকেই। হঠাৎ ম্যাজিক। মঞ্চ থেকে নেমে আসেন অরিজিৎ, রূপমের কাছে। অরিজিতের গলায় রূপমের গান শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। 


তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা আর দর্শকদের অনুরোধ.. একসঙ্গে তাঁরা দেখতে চান রূপম আর অরিজিৎকে। হতে পারে তা কনসার্ট অথবা অ্যালবাম, জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পীর কন্ঠ একসঙ্গে শুনতে চান শ্রোতারা। আর সেই ডাকেই সাড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ ঘোষণা করেছিলেন রূপম। জানিয়েছিলেন, একসঙ্গে একটি কাজ করবেন তিনি। কিন্তু কী সেই কাজ, সে বিষয়ে মুখ খোলেননি শিল্পী।


এদিন এবিপি লাইভের সাক্ষাৎকারে অরিজিৎতের সঙ্গে কাজ নিয়ে মুখ খুললেন রূপম। বললেন, 'আমরা একসঙ্গে একটা প্রোজেক্ট করছি। আমার তরফ থেকে কাজটার সূচনা হয়েছে। আর আমাদের দুজনের সম্মতির কথা তো ভিডিওতেই দেখেছেন সবাই। এরপরে অরিজিতের একটা রেকর্ডিং করে পাঠানোর কথা। ওও তো ব্যস্ত মানুষ। ও রেকর্ডিং পাঠালে তারপরে আমি আবার কাজ শুরু করব। প্রথম দানটা ধরুন আমরা ২ জনে মিলে খেলেছি। দ্বিতীয় দানটা আমি খেলেছি। তৃতীয় দানের অপেক্ষায় রয়েছি আমি। আর হ্যাঁ, আমাদের একসঙ্গে অনুষ্ঠান দেখতে চাইলে সেটা আয়োজকদেরই ভাবতে হবে। আমরা নিজেরা তো অনুষ্ঠান আয়োজন করি না। ফলে আয়োজকেরা আমাদের একসঙ্গে মঞ্চে না ভাবলে একসঙ্গে আমাদের দেখার সম্ভাবনা নেই।'


আরও পড়ুন: Aparajita Adhya: 'মায়ের সঙ্গে কাটানো এটাই হয়তো শেষ জন্মদিন', সত্যি হল অপরাজিতার সেই আশঙ্কাই


রূপমের থেকে এক অনুরাগী জানতে চেয়েছিলেন, অরিজিতের সঙ্গে আলিঙ্গনের মুহূর্তের কথা। উত্তরে রূপম বলেন, 'আমি তো অনেককেই আলিঙ্গন করেছি। গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে ওঁর বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, এক মঞ্চে গান গাওয়া। বইমেলা শুরু ও শেষ করেছেন আমার গান দিয়ে। বলেছেন 'নীল রঙ ছিল ভীষণ প্রিয়'-টা শুরু করো। ওঁর থেকে অনেক আদর পেয়েছি। মাকসুদ ভাই.. আমার গুরু। তিনি বাংলাদেশের মঞ্চে আমার গান গেয়েছেন। সেটা টিভিতে প্রচারিত হচ্ছে। এটা বিশাল বড় পাওয়া। আয়ুব বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। উনি আমায় আশীর্বাদ করে বলেছেন, এই বাংলায় রক তুইই আনবি। এত আশীর্বাদ রয়েছে আমার সঙ্গে। আমাদের সমসাময়িক যত তারকা আছে, শিল্পী আছেন.. যেমন মীর, অনুপম, সিধু.. সবাই আমার খুব ভাল বন্ধু। এদের সবার সঙ্গেই আলিঙ্গন করেছি আর সেই সমস্ত আলিঙ্গনই বিশেষ। আমি যে কোনও মানুষকে জড়িয়ে ধরলে আমার যা অনুভূতি হবে, অরিজিৎকে জড়িয়ে ধরলেও তাই মনে হবে। তবে হ্যাঁ, আমায় বেছে নিতে বললে, আমি সত্যজিৎ রায়কে বেছে নেব। তবে তাঁকে জড়াবার সুযোগ আমার কখনও হবে না। সেই ধৃষ্টতাও হবে না। তাঁ মৃতদেহ শায়িত ছিল নন্দনে, আমি লাইন দিয়ে দেখতে গিয়েছিলাম। তাঁর পা ছুঁয়ে কখনও প্রণামও করতে পারিনি। এই আফশোস রয়ে যাবে চিরকাল।'