এক্সপ্লোর
তৃতীয় বিয়ে করেছেন নোবেল! জল্পনা তুঙ্গে
জোর গুঞ্জন, আবার বিয়ে করেছেন তিনি! নোবেলের তৃতীয় বিয়ের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া।

কলকাতা: বাংলাদেশের শিল্পী মইনুল আসান নোবেলকে মনে আছে নিশ্চয়ই। 'সারেগামাপা'য় নোবেলের গান বেশ জনপ্রিয় হয়। কিন্তু জনপ্রিয়তা হারিয়েওছেন বারবার বিতর্কিত মন্তব্য করে। জোর গুঞ্জন, আবার বিয়ে করেছেন তিনি! নোবেলের তৃতীয় বিয়ের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। সূত্রের খবর, নোবেলের প্রথম স্ত্রী ছিলেন তাঁর দীর্ঘকালের বান্ধবী রিমি। সেই বিয়ে টেকেনি। তারপর দ্বিতীয় বিয়েও ক্ষণস্থায়ী হয়। যদিও নোবেল নিজে কোনওদিনই বিয়ের কথা স্বীকার করেননি। এবার খবর, তাঁর নতুন বান্ধবী মেহরুবাকে চুপিচুপি বিয়ে করেছেন নোবেল। তাও আবার গত নভেম্বরেই! এবার সেই খবর প্রকাশ্যে চলে এসেছে কোনওভাবে, দাবি নেটিজেনদের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপত্তিকর মন্তব্য করার জন্য ট্রোলড হল গায়ক নোবেল। এরপর তিনি অবশ্য ক্ষমাও চেয়ে নেন। নোবেল ছিলেন জনপ্রিয় শো সারেগামাপা-র সেকেন্ড রানার্স আপ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'ভিঞ্চি দা' ছবিতে প্লে ব্যাকও করেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















