কলকাতা: ছোটপর্দায় যিনি বার বার মানুষের মন জয় করেছেন ঐতিহাসিক চরিত্রে, সেই অভিনেতা এবার মঞ্চে, লেখকের ভূমিকায়! বাংলা নয়, ইংরাজি থিয়েটারে। তবে এই থিয়েটারে কোনও মহড়ার সুযোগ নেই। একেবারে মঞ্চে গিয়ে চিত্রনাট্য পাবেন অভিনেতা আর সঙ্গে সঙ্গেই শুরু করে দিতে হবে অভিনয়। মঞ্চে থাকবেন তিনি একাই! একেবারে অন্যভূমিকায় দর্শকদের কাছে, এমনকি নিজের কাছেও ধরা দিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। 


তাহলে বিষয়টা একটু খুলেই বলা যাক। নাসিম সোলেইমানপুর (Nassim Soleimanpour) নামের এক ইরানী লেখকের লেখা নাটক হোয়াইট ব়্যাবিট, রেড ব়্যাবিট (White Rabbit Red Rabbit)। এই বছর তাঁর এই গল্প নিয়েই প্রত্যেক বছর এই উদ্যোগটি নেওয়া হয়। কিন্তু গত ১৩ বছর ধরে এই লেখকের এই নাটকটিকেই বেছে নেওয়া হয়েছে মঞ্চস্থ করার জন্য। কেবল তাঁর নাটক নিয়েই ৩০টিরও বেশি দেশে চলে ৩ দিন ব্যাপী এই উদ্যোগ। এই উদ্যোগের বিশেষত্ব হল, একটি চিত্রনাট্যে, একজন অভিনেতা মাত্র একবারই অভিনয় করতে পারবেন। চিত্রনাট্য জেনে গেলে তাঁকে দ্বিতীয়বার অভিনয়ের সুযোগ দেওয়া হয় না। দর্শকদের সামনেই অভিনেতাকে চিত্রনাট্য দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে তিনি শুরু করেন অভিনয়। মধ্যে দর্শকাসন থেকে কিছু দর্শকদের মঞ্চে আহবান জানিয়ে তাঁদের সঙ্গে কথোপকথনের বিষয়ও থাকে। এই অনুষ্ঠানে অভিনেতার কোনও বিশেষ কস্টিউম থাকে না এবং মঞ্চে একাই থাকেন তিনি। 


আরও পড়ুন: Roktobeej: মনিটরে চোখ নন্দিতা, শিবপ্রসাদ, অরিত্রর, শুরু হল 'রক্তবীজ' বপন


নিনাদ সমাদ্দারের আহবানে, এই উদ্যোগে অংশ নিয়েছিলেন সব্যসাচী। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেতা বলছেন, 'আমার থিয়েটারে ঝোঁক থাকলেও মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা নেই। ফলে আমার কাছে এমনিই বিষয়টা বেশ চ্যালেঞ্জিং। তার ওপর মহড়ার সুযোগ থাকবে না, চিত্রনাট্যও জানতে পারব না, সব মিলিয়ে একটু ভয়ই করছিল। কিন্তু তারপরে নতুন একটা অভিজ্ঞতা হবে সেই আশায় কাজটা করে ফেললাম। ভীষণ অন্যরকম একটা অভিজ্ঞতা হল। ৩০টারও বেশি দেশে একই সময় এই উৎসবটা হয়। বহু সময় বহু গুণী মানুষ এতে অংশ নিয়েছেন। আমি মঞ্চের লোক নই, তারপরেও সাহস করলাম। মঞ্চে অবশ্য দেখলাম, আমি প্রথমবার অভিনয় করলেও অনেকেই এই উদ্যোগের সঙ্গে বেশ পরিচিত।'




প্রসঙ্গত, এই উৎসবের সঙ্গে যুক্ত সমস্ত মানুষেরাই কাজটা করেন পারিশ্রমিকহীনভাবে। এমনকি অভিনেতা অভিনেত্রীরাও। যে অর্থ উপার্জন হয় তা বিলিয়ে দেওয়া হয় সামাজিক কাজের জন্য। Anubha Fatehpuria-র পদাতিকে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে নিনাদ বলছেন, 'আমি সব্যসাচীকে কেবল শো-এর একটা নিয়মাবলি পাঠিয়েছিলাম। চিত্রনাট্য পেয়েছে একেবারে মঞ্চেই। ১৩ বছর ধরে এটা চলে আসছে। কলকাতায় কাকে এই অভিনয়ের অফার দেব সেটা ভাবতেই আমার মাথায় প্রথম যে নামগুলি এসেছিল, তাঁদের মধ্যে সব্যসাচী অন্যতম। এমন একজন অভিনেতাকে দরকার ছিল যে সাহস করে এই চ্যালেঞ্জটা নিতে পারে। শো-এর শেষে সব্যসাচীকে দেখে মনে হচ্ছিল, শুধু অভিনয় নয়, ওঁর সম্মান রয়েছে নাটকটার প্রতি। প্রাণ ঢেলে ও অভিনয় করেছে।'


প্রথমে পশ্চিমবঙ্গে এই উদ্যোগটি প্রযোজনা করেছিল TUTP। করোনা পরবর্তী সময়ে প্রযোজনা দায়িত্বে রয়েছেন QTP।


 



অন্যদিকে, আপাতত নতুন ধারাবাহিক রামপ্রসাদের শ্যুটিংয়ে ব্যস্ত সব্যসাচী। এই ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন তিনি।