এক্সপ্লোর
Advertisement
‘আপনিই শেষ ভরসা’, ‘জমি মাফিয়া’র গ্রাস থেকে পালি হিলে দিলীপ কুমারের ‘একমাত্র বাড়ি’ বাঁচাতে মোদির হস্তক্ষেপ প্রার্থনা সায়রা বানুর
মু্ম্বই: দিলীপ কুমারের ‘একমাত্র বাড়ি’ বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। বলিউডের এককালের নামী অভিনেত্রীর অভিযোগ, বান্দ্রার পালি হিলে যে দুটি জমির ওপর দিলীপ কুমারের বাংলো, অন্যায় ভাবে তার মালিকানা দাবি করছেন সমীর ভোজওয়ানি নামে এক গৃহনির্মাতা। জমি মাফিয়ার গ্রাস থেকে স্বামী ও তাঁর বাংলো বাঁচাতেই তিনি প্রধানমন্ত্রী সাহায্য ভিক্ষা করছেন বলে জানিয়েছেন সায়রা বানু। দিলীপ কুমারের ট্যুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপনার সাক্ষাত্প্রার্থী আমি। আমি চেষ্টা করছি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের এই আশ্বাস শুনে শুনে ক্লান্ত। জমি মাফিয়া সমীর ভোজওয়ানির কবল থেকে দিলীপ সাবের একমাত্র বাড়িটি রক্ষায় আপনিই আমার শেষ ভরসা।
Request from Saira Banu Khan: To the Hon’ble @PMOIndia Shri @narendramodi Awaiting for appointment. I am tired of repeated assurances from CM @Dev_Fadnavis “I AM TRYING“ Sir you are the last hope of protecting DILIP SAHAB’s only house from Land Mafia Samir Bhojwani. I beg ????????????
— Dilip Kumar (@TheDilipKumar) December 18, 2018
মঙ্গলবার মোদি মুম্বইয়ে ছিলেন, বলিউডের নানা সমস্যা নিয়ে প্রযোজক, অভিনেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তিনি দিনভর ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে দেখা করেননি বলে জানান সায়রা বানু। তবে লেখেন, শুনেছি, ওনার দপ্তর থেকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। দরকার হলে দিল্লিতে ওনার সঙ্গে দেখা করব। কীভাবে এগব জানি না, তবে এগবই।
তিনি ৯৬ বছর বয়সি প্রবাদপ্রতিম অভিনেতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তাদের সম্পত্তি হারানোর আশঙ্কা দূর করার চেষ্টা করবেন বলে সোমবার জানিয়েছিলেন ফঢ়নবিশ।
চলতি বছরের গোড়ায় ভোজওয়ানির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সায়রা বানু।
প্রবীণ অভিনেতার বাংলো জবরদখলের চেষ্টার অভিযোগে ওই বিল্ডারের বিরুদ্ধে মামলা রুজু করে মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। তারপর সেই শাখার একটি দল বান্দ্রায় ভোজওয়ানির বাসভবনে হানা দেয়, সেখান থেকে ছোরা, কুঠার সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। গত এপ্রিলে তাঁকে গ্রেফতার করা হয়। তবে পরে জামিনে ছাড়া পান তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement