মুম্বই: ঈদ নয়, এবার ছবি মুক্তির জন্য দীপাবলিকে বেছে নিয়েছিলেন সলমন খান (Salman Khan)। ছবি সাধারণত ৩ ধরনের হয়.. ভাল ছবি, খারাপ ছবি আর সলমন খানের ছবি। এই তৃতীয় ধাঁচের ছবিতে, যাই থাকুক না কেন... তার যাই বিষয়বস্তু হোক না কে.. মানুষ দেখবেই। ঠিক এই জিনিসটাই হয়েছিল দিল্লির সকাল ৭টার শো-তে। যে ছবিতে সলমন খান রয়েছেন, ক্যাটরিনা কইফ (Katrina Kaif) রয়েছেন আর ক্যামিও চরিত্রে থাকছেন খোদ শাহরুখ খান (Shah Rukh Khan), সেই ছবি না দেখার তো কোনও কারণই নেই। 'টাইগার ৩'-র সাফল্যে কতটা খুশি সলমন?


এই ছবির গল্পে দেখানো হচ্ছে, টাইগারের ছেলে বড় হয়ে গিয়েছে। এই ছবিতেও টাইগারের একটা মিশন রয়েছে যা তাকে শেষ করতেই হবে। তবে সেই মিশন ভারতের জন্য নয়, অন্য কারও জন্য। এই গল্প ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ৩০০ কোটির লক্ষ্যমাত্রা। এই ছবিটি ১৮৮.২৫ কোটি টাকা উপার্জন করেছে বৃহস্পতিবার। এই সাফল্যে ছবির নায়ক, অর্থাৎ সলমন খান বলছেন, 'আমি অ্যাকশন হিরো হওয়ার জন্য ভীষণ গর্ব অনুভব করি। মানুষ আমার এই অবতারকেই বারে বারে ভালবেসেছেন। যে ধাঁচের ছবি মানুষ ইদানিং একটু কমই দেখছেন, তেমন ছবিতে বারে বারে সাফল্য পাওয়া মুখের কথা নয়। সবসময় মাথায় রাখতে হবে, অ্যাকশন এবং গল্প ছাড়া দর্শকদের আর কী কী চমক দেওয়া যায়।'


সলমন আরও বলেন, 'মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে যতবার আমি টাইগার ফ্রাঞ্চাইজিকে দর্শকদের সামনে নিয়ে এসেছি, তারা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এই গল্পে একজন সুপার স্পাইয়ের ভূমিকায় অভিনয় করেছি আমি। ফলে  আমার কাছে টাইগার থ্রি এর সাফল্য হ্যাট্রিকের মতোই আনন্দদায়ক। এই ছবির জন্য বারে বারে আমায় একই চেহারায় ফিরে যেতে হয়। আমি নিজের সমস্তটা দিয়ে টাইগার ফ্রাঞ্চাইজির ছবিতে অভিনয় করি। এই ছবির সাফল্য আমার কাছে ভীষণ ব্যক্তিগতও।'


আদিত্য চোপড়া ও মনীশ শর্মা প্রযোজিত এই ছবিটি মুক্তি পেয়েছে হিন্দি, তামিল ও তেলুগু ছবিতে।


 






আরও পড়ুন: Kajol: ক্যামেরার পর পোশাক বদলাচ্ছেন ! এবার ভাইরাল কাজলের ডিপফেক ভিডিও