এক্সপ্লোর
Advertisement
সকলের সামনে কেঁদে ফেললেন সলমন!
মুম্বই: একসঙ্গে পথ চলা শুরু ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে। সুপার ডুপার হিট সেই ছবি থেকে তাঁকে প্রথম চিনতে শুরু করে বলিউড। আর তারপর ‘হাম আপকে হ্যায় কৌন’-এর হাত ধরে তিনি পৌঁছে যান শিখরে। যাদের সাহায্যে সলমন আজ সলমন খান হয়েছেন, তাঁদেরই একজনের স্মরণসভায় গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। রবিবার রাজশ্রী মিডিয়ার সদ্যপ্রয়াত সিইও রজত বরজাতিয়ার স্মরণসভা ছিল। সেখানে গিয়ে ছেলেমানুষের মত বারবার কেঁদে ফেলছিলেন বলিউডের ভাইজান। বিশেষ করে তাঁর একের পর এক হিট ছবির পরিচালক সুরজ বরজাতিয়াকে জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেলেন সলমন। আর তখনই স্পষ্ট হয়ে যায় বলিউডে তাঁকে প্রতিষ্ঠা দেওয়া বরজাতিয়া পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক কত গভীরে।
সুরজ বরজতিয়ার আত্মীয় রজত বরজাতিয়া ক্যানসারে ভুগছিলেন। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সলমনই প্রথম, যিনি বরজাতিয়া পরিবারকে সমবেদনা জানান। রজতের শেষকৃত্যে গিয়েও নিজেকে সামলাতে পারছিলেন না তিনি। আর রবিবার তাঁর বন্ধুবিয়োগে শোকে ভেসে যাওয়া, বিধ্বস্ত চেহারার সাক্ষী হল গোটা বলিউড।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement