এক্সপ্লোর
দেখুন মায়ের সঙ্গে সলমন খানের নাচ
ভিডিওয় মা-ছেলের সম্পর্ক দারুণ ফুটে উঠেছে।

মুম্বই: সলমন খানের লেটেস্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বৃদ্ধা মা সালমা খানের সঙ্গে নাচ করছেন তিনি। ভিডিওয় মা-ছেলের সম্পর্ক দারুণ ফুটে উঠেছে। পর্দায় যতই রাফ-টাফ হন, বাড়িতে কিন্তু সাল্লুভাই মায়ের ছোট্ট ছেলে। নাচের ফাঁকে ফাঁকে যেভাবে তিনি মাকে জড়িয়ে ধরছেন, চুমু খাচ্ছেন, তাতে তা পরিষ্কার। নীচে সলমন লিখেছেন, মা বলছে, এ সব নাচ গান বন্ধ কর।
এর আগে সলমন পোস্ট করেন বাবা সেলিম খানের সঙ্গে তাঁর গান গাওয়ার একটি ভিডিও।
সলমনের ভাই সোহেলের ছেলে ইয়োহানের জন্মদিন ছিল। দেখুন কীভাবে তাকে চমকে দিলেন বাবা-জ্যাঠা।
সলমন এখন তাঁর আগামী ছবি দাবাং ৩-র শ্যুটিংয়ে ব্যস্ত। ছবিতে তাঁর বিপরীতে আছেন সোনাক্ষী সিংহ, পরিচালক প্রভু দেবা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















