এক্সপ্লোর
বয়স বেড়েছে সলমনেরও, দেখুন ভারত ছবির পোস্টার
মুক্তি পেল সলমন খানের নয়া ছবি ভারত-এর পোস্টার। এতে সলমনকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন রূপে।

মুম্বই: রেস ৩ চলেনি। সলমন খান এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ভারত নিয়ে। ভারত-এর শ্যুটিং শেষ। এবার মুক্তি পেল ছবিরিটর প্রথম পোস্টার। ভারত-এ সলমনের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। আছেন দিশা পাটানিও। পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। ২৪ তারিখ মুক্তি পাবে ছবির ট্রেলার। তার আগে মুক্তি পেল সলমনের ফার্স্ট লুক দিয়ে ছবির প্রথম পোস্টার। এতে দেখা যাচ্ছে, সাল্লুভাই অবশেষে বৃদ্ধ হয়েছেন।
Jitne safed baal mere sar aur dhaadi mein hain, usse kahin zyada rangeen meri zindagi rahi hain! #Bharat@Bharat_TheFilm @aliabbaszafar @atulreellife @itsBhushanKumar #KatrinaKaif #Tabu @bindasbhidu @DishPatani @WhoSunilGrover @nikhilnamit @ReelLifeProdn @SKFilmsOfficial @TSeries pic.twitter.com/kHaz7kzkXu
— Salman Khan (@BeingSalmanKhan) April 15, 2019
শোনা যাচ্ছে, এই ছবিতে ৬০ বছর সময় তুলে ধরা হয়েছে। সলমনের লুক পাঁচটি, এই পোস্টার তারই অন্যতম। এ বছর ইদের সময় মুক্তি পাবে ছবিটি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















