এক্সপ্লোর
বিশেষ বান্ধবী ইউলিয়ার জন্মদিনে কী উপহার দিলেন সলমন?
ইউলিয়ার সঙ্গে কি তাহলে শিগগিরিই বিয়ে করতে চলেছেন সলমন? সেটা নিশ্চিত ভাবে বলা না গেলেও, এটুকু পরিষ্কার খান পরিবারে এখন ইউলিয়ার বিশেষ জায়গা আছে।

মুম্বই: উপহার দেওয়ার ব্যাপারে তিনি যে দরাজ হস্ত, একথা সবারই জানা। শুধু নিকটজন নয়, সলমনের থেকে দামি উপহার পেয়ে থাকেন অনেকেই। রিয়্যালিটি শো এর মঞ্চে তার প্রমাণ পাওয়া গিয়েছে একাধিকবার। এহেন মানুষটি যে তাঁর বিশেষ বান্ধবীকে বিশেষ উপহারই দেবেন, সেকথা বলাই বাহুল্য। ২৪ জুলাই ছিল সলমনের ‘প্রেমিকা’ ইউলিয়া ভনতুরের জন্মদিন। সেদিন সলমন হাজির ছিলেন না তাঁর রোমানিয়ান বান্ধবীর বার্থডে সেলিব্রেশনে। ছিলেন সলমন ঘনিষ্ঠরা। কিন্তু নিজের অনুপস্থিতি পুষিয়ে দিয়েছেন বার্থডে গার্লকে দারুণ উপহার দিয়ে।
সূত্রের খবর, সলমনের তরফ থেকে ইউলিয়া পেয়েছেন একটি হীরের আংটি। শোনা যাচ্ছে, আংটি উপহার দেওয়ার পরামর্শ দিয়েছেন নাকি সল্লুমিঞার মা সালমা খান। ইউলিয়ার সঙ্গে কি তাহলে শিগগিরিই বিয়ে করতে চলেছেন সলমন? সেটা নিশ্চিত ভাবে বলা না গেলেও, এটুকু পরিষ্কার খান পরিবারে এখন ইউলিয়ার বিশেষ জায়গা আছে।
সলমনের ড্রেস ডিজাইনার অ্যাশলে রেবেলো হাজির ছিলেন ইউলিয়ার পার্টিতে। হাজির ছিলেন গায়ক কমল খান। কালো পোশাকে হাজির ছিলেন পার্টির মধ্যমণি। সেইসব ছবি সোশ্যাল সাইটে আপলোড করেছেন সলমন ঘনিষ্ঠরা।
সূত্রের খবর, সলমনের তরফ থেকে ইউলিয়া পেয়েছেন একটি হীরের আংটি। শোনা যাচ্ছে, আংটি উপহার দেওয়ার পরামর্শ দিয়েছেন নাকি সল্লুমিঞার মা সালমা খান। ইউলিয়ার সঙ্গে কি তাহলে শিগগিরিই বিয়ে করতে চলেছেন সলমন? সেটা নিশ্চিত ভাবে বলা না গেলেও, এটুকু পরিষ্কার খান পরিবারে এখন ইউলিয়ার বিশেষ জায়গা আছে।
সলমনের ড্রেস ডিজাইনার অ্যাশলে রেবেলো হাজির ছিলেন ইউলিয়ার পার্টিতে। হাজির ছিলেন গায়ক কমল খান। কালো পোশাকে হাজির ছিলেন পার্টির মধ্যমণি। সেইসব ছবি সোশ্যাল সাইটে আপলোড করেছেন সলমন ঘনিষ্ঠরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















