কলকাতা: সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চলার কাণ্ডে নয়া মোড়। রোহিত গোদারার (Rohit Godara)-র বিরুদ্ধে একটি মামলা দায়ের করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই এই ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


ঘটনাটা ঠিক কী? ১৪ এপ্রিল সলমন খানের বাড়ির বাইরে হঠাৎ গুলি চলে।  কেউ আহত হয়নি বটে, তবে গোটা ঘটনায় অবশ্যই চাঞ্চল্য ছড়ায়। সলমনের বাড়ির সামনে বাড়ানো হয় নিরাপত্তা। ঘটনার পরের দিনই গ্যালেক্সি অ্যাপার্টমেন্টে গুলি চলার গোটা ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। এরপরেই শুরু হয় ঘটনার তদন্ত। সোশ্যাল মিডিয়ায় হিন্দি পোস্ট করে আনমোল বিষ্ণোই লিখেছিলেন, 'আমাদের ওপর হওয়া অত্যাচারের বিহিত চাই। সলমন খান, যদি তুমি যুদ্ধ করতে চাও, তাহলে তাই হবে। আজকে যেটা হল, সেটা একটা ঝলক মাত্র, যাতে তুমি আমাদের ক্ষমতার আন্দাজ পাও। এরপরের গুলিটা কিন্তু বাইরে চলবে না। দাউদ আর ছোটা শাকিল নামের যে দুজন ব্যক্তিকে তুমি ভগবানের মতো মেনে চলো, এই নামের দুটো কুকুর আমি আমার বাড়িতে পুষেছি। এর চেয়ে বেশি কথা বলার লোক আমরা নই। জয় শ্রী রাম।'


এরপরে, এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরে, গ্যাংস্টার রোহিত গোদারার বিরুদ্ধে একটি কেস ফাইল করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এর আগে, ২০২৩ সালে সলমন খানের ম্যানেজার একটি হুমকি চিঠি পেয়েছিলেন। সেই চিঠি নিয়ে পুলিশের কাছে গেলে, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং কানাডা নিবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম উঠে এসেছিল তদন্তে। মোহিত গর্গ নামেরও আরও একজনের নাম সামনে এসেছিল। এরপরে দিল্লির তিহাড় জেল থেকে সরাসরি সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন লরেন্স। সলমনকে খুনের পরিকল্পনা রয়েছে এবং বেশ কিছু দিন ধরেই তাঁরা অভিনেতার উপর নজর রাখছেন বলে সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন লরেন্স বিষ্ণোই।


এই ঘটনার তদন্ত এখনও চলছে। তদন্তে আরও উঠে এসেছে, সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনা পরিকল্পিত ছিল। ৩ লাখ টাকার বিনিময়ে এই কাজের জন্য নিয়োগ করা হয়েছিল কিছুজনকে।


 


আরও পড়ুন: Harshaali Malhotra: ব্যস্ত অভিনয়, নাচ, রিলস্ নিয়ে, দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় কত পেলেন সলমনের 'মুন্নি' হর্ষালি?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।