কলকাতা: আর কয়েকটা দিন পরেই জন্মদিন অভিনেতা সলমন খানের (Salman Khan)। বলিউডের ৩ খানের ২ জন, অর্থাৎ শাহরুখ খান (Shah Rukh Khan) আর আমির খান (Amir Khan) ইতিমধ্যেই পা রেখেছেন ৬০-এর কোটায়। এবার পালা সলমন খানের। আগামী ২৭ ডিসেম্বর ৬০-এর কোটায় পা রাখতে চলেছেন তিনি। তবে অভিনেতাকে দেখে মোটেই বোঝবার উপায় নেই যে, 'সিনিয়র সিটিজেন' হতে চলেছেন তিনি! তবে ৬০ হওয়ার আগে কি দিন গুনছেন সলমন ও! সোশ্যাল মিডিয়ায় মিলল সেই ইঙ্গিতই।
সলমন এর আগেও জিম থেকে নিজের একাধিক ছবি পোস্ট করে নিয়েছেন। সলমন ফিটনেস ফ্রিক, নিয়মিত শরীরচর্চা করেন তিনি। আর আজ, জিম থেকে ২টি ছবি পোস্ট করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, জিমের পোশাকে রয়েছেন তিনি। ছবিটি শরীরচর্চা করার সময় তোলা। ২টি ছবি শেয়ার করে সলমন লিখেছেন, 'আমায় যদি এরকমই দেখতে লাগত, যখন আমার ৬০ বছর বয়স হত..' অভিনেতা কি সত্যিই বয়স বাড়া নিয়ে চিন্তিত? সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা অবশ্য তাঁর এই ছবিকে ভীষণ ভালবেসেছেন। অনেকেই বলেছেন, বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। তাঁকে এমনই দেখতে লাগবে বয়স হলেও।
অন্যদিকে শোনা যাচ্ছে, সলমনের জন্মদিনেই প্রকাশ্যে আসবে ‘ব্যাটল অফ গলওয়ান’-এর ট্রেলার। এই ছবিটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ছবিটির ট্রেলার প্রকাশ্যে এলে আঁচ পাওয়া যাবে, ছবিটির বিষয়বস্তু ও অন্যান্য তথ্য ও। ব্যক্তিগত জীবনেও সমস্যায় রয়েছেন সলমন। বারে বারে খুনের হুমকি পাচ্ছেন তিনি। বিশেষ নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তাঁকে। তাঁর বাড়ির সামনে গুলি পর্যন্ত চলেছে। এই সমস্ত ঘটনার পরে, সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার থেকে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আর কোনও বাইরের মানুষ পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারবেন না বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বাসিন্দা ছাড়া, যে ব্যক্তিই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসবেন, তাঁকেই প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে। এরপরে তিনি কার বাড়িতে যাবেন সেটা জানতে চাওয়া হবে। সেটা জেনে নিয়ে, ওই ফ্ল্যাটের বাসিন্দার বাড়িতে ফোন করে জানতে চাওয়া হবে সত্যিই ওই ব্যক্তি কাউকে দেখা করার জন্য ডেকেছেন কি না। যদি সেই বাসিন্দা রাজি হন তাঁকে ওপরে পাঠানোর জন্য, তবেই সেই অপরিচিত ব্যক্তি ওপরে যেতে পারবেন।