এক্সপ্লোর
Advertisement
লকডাউনের মধ্যেই মুম্বই ফিরেছেন সলমন? জানেন আসল ঘটনাটি?
দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই ফার্ম হাউসে চলে গিয়েছিলেন সপরিবার সলমন। তাহলে এখন ফিরেই বা এলেন কেন?
নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই নিজের ফার্মহাউস থেকে ফিরেছেন মুম্বই? সলমন খান আবার বিতর্কের কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়তেই সলমনকে নিয়ে নানারকম পোস্ট হতে থাকে।
লকডাউনের মধ্যে কেন ফিরলেন তিনি মুম্বই? শুরু হয় জল্পনা। কীভাবেই বা ফিরলেন?
দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই ফার্ম হাউসে চলে গিয়েছিলেন সপরিবার সলমন। তাহলে এখন ফিরেই বা এলেন কেন?
গুজবে কান দেবেন না। সলমন আছেন পানভেলের ফার্ম হাউসেই। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরে আসেননি তিনি। এবিপি আনন্দকে জানিয়েছেন সলমনের ম্যানেজার জর্ডি পটেল।
সলমন সম্প্রতি 'তেরে বিনা ' বলে একটি রোম্যান্টিক গান প্রকাশ করেছেন। তারপর থেকেই জল্পনা। কিন্তু এই গানটি জ্যাকলিনের সঙ্গে নিজের ফার্ম হাউসেই শুট করেছিলেন সল্লুমিঞা।
হালফিলে ওয়ালুচা ডিসুজার সঙ্গে কথোপকথনে তিনি জানান, শিগগিরি কাজে ফিরতে মন চাইছে।
'বিগ বস'-উপস্থাপক সম্প্রতি গরিব মানুষদের কাছে রেশন পৌঁছে দিতে ফুড ট্রাকের ব্যবস্থা করেছেন। নাম রেখেছেন 'বিইং হ্যাংরি' (‘Being Haangryy’ )। এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক বেতন পাওয়া কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল টাকা।
এবছরই ইদে মুক্তি পাওয়ার কথা ছিল সলমন অভিনীত ছবি 'রাধে: ইয়র মোস্ট ওয়ান্টেড ভাই'। করোনা পরিস্থিতিতে সেই মুক্তি পিছিয়ে যাচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement