মুম্বই : আগামী ২৬ নভেম্বর মুক্তি পাবে আয়ুষ শর্মা (Ayush Sharma) এবং সলমন খান (Salman Khan) অভিনীত অ্যাকশন থ্রিলার ছবি 'অন্তিম'। ছবিতে ভাইজানকে যেমন অভিনেতা হিসেবে দেখা যাবে, তেমনই প্রযোজক হিসেবেই রয়েছেন সলমন খান। এই ছবিরই নতুন পোস্টার শেয়ার করলেন তিনি। 


আরও পড়ুন - Mumbai Cruise Drug Case: চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ অনন্যা পাণ্ডেকে, ফের তলব সোমবার, খবর এএনআই সূত্রে


আরও পড়ুন - Sara Ali Khan Update: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার সারা আলি খান


'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ'। বলিউড ভাইজান সলমন খান তো তাঁর চেনা পরিসরে থাকছেনই। পাশাপাশি পেশিবহুল শরীরের আকর্ষণীয় চেহারায় এই ছবিতে থাকবেন আয়ুষ শর্মা। আর আয়ুষ শর্মারই নতুন লুক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেতা। যা দেখে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।



আয়ুষ শর্মা এবং সলমন খান অভিনীত ছবি 'অন্তিম' পরিচালনা করছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা মহেশ মঞ্জরেকর। ছবিটি তৈরির একাধিক দায়িত্বেও তিনি রয়েছে। আয়ুষ শর্মা, সলমন খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে, নিকিতন ধীর এবং আরও অনেক অভিনেতাকে। ছবির একটি গানে বিশেষ চরিত্রে দেখা যাবে বরুণ ধবনকেও।


আরও পড়ুন - Parineeti Chopra Birthday: অভিনব উপায়ে পরিণীতি চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অর্জুন কপূর, বাদ যাননি অনুষ্কাও


আরও পড়ুন - Kader Khan Birth Anniversary: দ্বিতীয় ছবির পর তৃতীয় ছবির ডায়লগ লেখার জন্য কত টাকা বেশি পারিশ্রমিক পেয়েছিলেন কাদের খান?


প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল জন আব্রাহামের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'-এর সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে সলমন খান, আয়ুষ শর্মা অভিনীত 'অন্তিম'। দুটি ছবিরই মুক্তির দিন জানা গিয়েছিল আগামী ২৬ নভেম্বর। কিন্তু সম্প্রতি জন আব্রাহাম তাঁর নতুন ছবির মুক্তির দিন একদিন এগিয়ে নিয়ে এসেছেন। তাঁর 'সত্যমেব জয়তে টু' মুক্তি পেতে চলেছে ভাইজানের 'অন্তিম' ছবির মুক্তির একদিন আগে। অর্থাত্ আগামী ২৫ নভেম্বর।