এক্সপ্লোর
Advertisement
সলমনের 'বিয়িং হিউম্যান' চ্যারিটির নামে আর্থিক তছরুপ করে, বিস্ফোরক দাবাং-এর পরিচালক
লেখেন, মাননীয় সেলিম খানেরই আইডিয়া বিইং হিউম্যান। আসলে সলমনের খারাপ ইমেজ ধুয়ে মুছে সাফ করা এই প্ল্যাটফর্মের কাজ।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডের দু-একটি শিবিরের দিকে স্বজনপোষণের অভিযোগ উঠছে বারবার। শুধু সাধারণ মানুষ নয়, বলিউডের একাংশও তাঁদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার মধ্যে সলমন খান ও তাঁর শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন দাবাং ছবির পরিচালক। অভিনব কাশ্যপ অভিযোগ করেছেন, সলমন খান, আরবাজ খান ও সোহেল খান তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছেন।
এখানেই থেমে থাকেননি তিনি। এরপর তিনি অভিযোগ আনেন, সলমনের বিইং হিউম্যান সংস্থা আদতে একটি লোক দেখানো প্ল্যাটফর্ম। এখানে সলমন গরিবদের ৫টি সাইকেল দিলে বলা হয়, ৫০০ টি সাইকেল দিয়েছেন। একটি ফেসবুক পোস্টে সলমনের চ্যারিটি ফান্ড নিয়ে এই অভিযোগগুলি আনেন তিনি।
লেখেন, সলমনের বাবা সেলিম খানেরই আইডিয়া বিইং হিউম্যান। আসলে সলমনের খারাপ ইমেজ ধুয়ে মুছে সাফ করা এই প্ল্যাটফর্মের কাজ।
সলমনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। এর থেকে মিডিয়ার নজর ঘোরাতে ও বিচারকদের মন গলানোর প্রচেষ্টাই বিইং হিউম্যান।
'বিইং হিউম্যান ব্যানারে, ৫০০ টাকার জিনিস ৫ হাজার টাকায় বিক্রি হয়। জানি না, আর কী কী ভাবে সাধারণ মানুষকে বোকা বানানো হয় এর নামে। চ্যারিটির নামে বিয়িং হিউম্যান টাকা তছরুপের প্ল্যাটফর্ম। সরকারের উচিত এখনই এই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করা। আমি পুরো সাহায্য করতে রাজি।' বিস্ফোরক অভিনব।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement