এক্সপ্লোর
Advertisement
অটো চড়ে বাড়ি ফিরলেন সলমন, চালককে দিলেন ১৯ গুণ বেশি ভাড়া
মুম্বই: মেহবুব স্টুডিও থেকে তাঁর বাড়ি ঢিল ছোঁড়া দূরে। তাই বোধহয় গতকাল টিউবলাইটের প্রমোশন শেষে আর নিজের গাড়িতে বাড়ি ফেরেননি সলমন খান। ফিরে আসেন অটো রিকশা ধরে।
ক্যাটরিনা কাইফকেও দেখা যায় প্রমোশনে। সম্ভবত মেহবুব স্টুডিওয় সলমনের উপস্থিতির খবর পেয়ে ক্যাটরিনা আসেন তাঁর সঙ্গে দেখা করতে।
তবে সলমন অত্যন্ত ব্যস্ত থাকায় তিনি দেখা করতে পারেননি ক্যাটরিনার সঙ্গে। তবে তাঁকে তিনি গাড়িতে তুলে দেন। তারপর নিজে অটো ধরে ফিরে আসেন নিজের বাড়িতে।
অটো চালকের মুখে হাসি ধরছিল না।
এমনিতে মেহবুব স্টুডিও থেকে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট যত দূরে, তাতে ভাড়া হওয়া উচিত মেরে কেটে ৫০ টাকা। কিন্তু সলমনের তো দরাজ হস্ত। ঝপ করে পকেট থেকে ১০০০ টাকা বার করে দেন তিনি।
সত্যি! ওই অটো চালক কাল কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement