এক্সপ্লোর
Advertisement
কীভাবে বান্ধবীদের মন জয় করে ঘনিষ্ঠ হতেন সঞ্জয় দত্ত! সেকথা ফাঁস করলেন হিরানি
মুম্বই: সামনেই মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি ছবি ‘সঞ্জু’। সঞ্জয়ের জীবনে বহু নারীর আনাগোনা এবং কীভাবে এত মেয়েকে সঞ্জু বাবা নিজের প্রেমের জালে ফাঁসাতেন, ছবি মুক্তির আগে সেকথা ফাঁস করলেন হিরানি। হিরানি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, বান্ধবীদের কার্যত বোকা বানিয়ে তাঁদের নিজের প্রতি দুর্বল করে কাছে টানতেন সঞ্জয়। তিনি একথাও বলেন বান্ধবীদের নিজের মায়ের সমাধিস্থল বলে এক জায়গায় মাঝে মধ্যেই নিয়ে যেতেন সঞ্জু বাবা। সেটা আসলে নার্গিস, সঞ্জয়ের মায়ের সমাধিক্ষেত্র ছিল না। কিন্তু সেখানে যাওয়ার পরই ওই বান্ধবীরা নিজেদের সঞ্জয়ের জীবনে এক মূল্যবান মানুষ ভাবতে শুরু করতেন। কারণ, সঞ্জয় তাঁদের বলতেন, দেখ আমি তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছি। তারপরই তাঁরা অভিনেতার প্রেমের ফাঁদে পা দিতেন।
প্রসঙ্গত, হিরানির আসন্ন ছবিতে জানা গিয়েছে সঞ্জু বাবা প্রায় ৩০৮ মহিলার ঘনিষ্ঠ
হয়েছেন। বিভিন্ন বয়সের অভিনেত্রীদের সঙ্গে প্রেম ছিল সঞ্জয়ের। তারমধ্যে কেউ ছিলেন সঞ্জু বাবার থেকে বয়সে অনেকটাই বড়, কেউ আবার সমবয়স্ক, কেউ আবার বেশ অনেকটা ছোট।
তবে আসল সঞ্জয়ের জীবন যতটা রঙিন ছিল, অনস্ক্রিন সঞ্জয়ের ব্যক্তিগত লভ লাইফও কি ততটাই রঙিন? এই প্রশ্নের উত্তরে রণবীর কপূর বলেন, তিনি এব্যাপারে সঞ্জু বাবার চেয়ে অনেক পিছনে। তাঁর সংখ্যা দশও অতিক্রম করবে না। এছাড়া তিনি সঞ্জয়ের মতো সাহসীও নন। নিজের জীবন নিয়ে বায়োপিক করতে দেবেন বলে আপাতত মনে করেন না রিল লাইফ সঞ্জয় (রণবীর)।
আগামী ২৯ জুন পর্দায় মুক্তি পাচ্ছে হিরানি পরিচালিত, বিধু বিনোদ চোপড়া প্রযোজিত ‘সঞ্জু’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement