নয়াদিল্লি: মুক্তির প্রায় এক মাস পরেও নেটফ্লিক্সে (Netflix) এখনও ট্রেন্ডিং সঞ্জয় লীলা ভনশালীর (Sanjay Leela Bhansali) ওয়েব সিরিজ 'হীরামাণ্ডি' (Heeramandi)। এই সিরিজ মিশ্র প্রতিক্রিয়া পায় দর্শকের থেকে এবং উল্লেখ্য প্রবলভাবে সমালোচিত হন অভিনেত্রী শরমিন সেহগল (Sharmin Segal)। এবার সেই বিষয়ে মুখ খুললেন পরিচালক।
বোনঝি শরমিন সেহগলকে 'হীরামাণ্ডি'তে কাস্ট করা প্রসঙ্গে কী বললেন সঞ্জয় লীলা ভনশালী?
শরমিন সেহগল নাকি একেবারেই অভিব্যক্তিহীন! 'হীরামাণ্ডি' মুক্তির পর এমনই দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় চর্চা ওঠে তুঙ্গে। অনেকেই বলেন যে কেবলমাত্র পরিচালকের বোনঝি হওয়ার সুবাদেই এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি সুযোগ পেয়েছিলেন। তবে সত্যিই কি তাই? নাকি পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও শরমিনকেও সমস্ত ধাপ পেরোতে হয়? পর্দার আলমজেবের কাস্টিং নিয়ে কী বললেন পরিচালক নিজেই?
সঞ্জয় লীলা ভনশালী বলেন, 'ওঁর (শরমিন সেহগল) মুখটা আলমজেবের যেমন হওয়া উচিত ঠিক তেমনই - এমন একজন যে গণিকা হতে চান না বা সেই ধরনের কোনও চেষ্টাও নেই। এমন একজনকে প্রয়োজন ছিল যার টাটকা, নিষ্পাপ মুখ, এমন একজন যে গণিকার মতো কথা বলে না। এবং সেই মানুষটা কবিতা লিখতে চায়, সাধনা নিয়ে মুক্ত হতে চায়। তাই আমার মনে হয়েছে যে শরমিন আলমজেবের চরিত্রের জন্য একেবারে সঠিক পছন্দ।'
একইসঙ্গে তিনি আরও বলেন, 'ও আমার বোনঝি বলে ওকে কাস্ট করিনি। ওকেও গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অসংখ্য পরীক্ষা ও অডিশন দিতে হয়েছে। ওঁর যে পরিমাণ পরীক্ষা নিয়েছি তাঁর কোনও অন্ত ছিল না। ওঁকে কাস্ট করার সিদ্ধান্ত নেওয়ার পর, তখন ওঁকে বলি যে এবার পেষাইপর্বের মধ্যে দিয়ে যেতে হবে, সঠিক করতেই হবে তোমাকে। কারণ এটি এমন একটি পৃথিবী যেখানে তুমি কখনও যাওনি। এমন পৃথিবীতে তুমি কখনও অভিনয় করোনি। সিরিজের বাকি সমস্ত অভিনেতা অভিনেত্রীরা দীর্ঘদিনের কর্মজীবনে এমন সিনেমা বা এমন ধরনের চরিত্রে কাজ করেছেন কখনও না কখনও। ওঁদের সকলের এই ধরনের 'নজাকত' আর 'ঠুমকা' আর 'নখরা' এই সমস্ত কিছু জানা আছে।'
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: ভাঙা হাত নিয়ে একাই মায়ের জন্মদিন পালন ঐশ্বর্য্যর, সঙ্গী শুধু আরাধ্যা
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 'হীরামাণ্ডি' সিরিজে মণীষা কৈরালা অভিনীত মল্লিকাজান চরিত্রের মেয়ে আলমজেবের চরিত্রে দেখা গিয়েছে শরমিন সেহগলকে। এমন এক চরিত্র যে এই গণিকাবৃত্তি বা হীরামাণ্ডির গণ্ডি ভেঙে বাইরে বের হতে চায়, কবি হতে চায়।
যদিও এই চরিত্রে শরমিনের অভিনয় প্রশংসা পায়নি একেবারেই। প্রবলভাবে তাঁকে সমালোচিত হতে হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাঁকে 'অভিব্যক্তিহীন', 'রোবটের মতো' এমন একাধিক তকমা পেতে হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।