এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় তাঁকে কেন সন্দেহের চোখে দেখা হয়, জানালেন সারা
আমেরিকায় যখন পড়াশোনা করতেন, তখন বেশ স্থুলকায় ছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের পুরানো ভিডিও এর আগে শেয়ার করেছেন সারা। বলিউডে অভিষেকের আগে প্রায় ২৬ কেজি ওজন ঝরিয়েছিলেন তিনি।
নয়াদিল্লি: আমেরিকায় যখন পড়াশোনা করতেন, তখন বেশ স্থুলকায় ছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের পুরানো ভিডিও এর আগে শেয়ার করেছেন সারা। বলিউডে অভিষেকের আগে প্রায় ২৬ কেজি ওজন ঝরিয়েছিলেন তিনি। এখন তো সারা তাঁর ফিটনেস নিয়ে দারুণ খুঁতখুতে। নিয়মিত জিমে পরিশ্রম করেন তিনি। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর সিনেমা 'লাভ আজকাল' । যদিও এই সিনেমা দর্শকদের সেভাবে মুগ্ধ করতে পারেনি।
সিনেমার প্রচারের সময় এক সাক্ষাত্কারে সারা বলেছেন যে, যখন তিনি ইউএসএ-তে যান, তখন বিমানবন্দরের লোকজন তাঁকে সন্দেহের চোখে দেখেন। কারণ তাঁর চেহারায় বদল। সারা জানিয়েছেন, আইডেন্টিটি কার্ডে যে ছবি রয়েছে, তা এখনকার চেহারের সঙ্গে আদৌ মেলে না। সারা বলেছেন, আমার ওজন যখন ৯৬ কেজি ছিল, তখনকার ছবি আইডেনন্টিটি কার্ডে রয়েছে। এ কারণে আমাকে সমস্যায় পড়তে হয়।
সারা জানিয়েছেন, যে সময় তিনি স্টুডেন্ট ভিসা পেয়েছিলেন, তখনকার থেকে এখন তাঁকে দেখতে একেবারেই আলাদা। এজন্য মার্কিন কর্তৃপক্ষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে, এমনটা কেন হল।
সারা বলেছেন, আমার পদবী সুলতান আর ওই দেশ আমেরিকা। কাজেই কী পরিস্থিতি হয়, তা নিজেরাই অনুমান করে নিতে পারেন। একইসঙ্গে মজার ছলে সারা বলেন, এই বিষয়টি নিয়ে তিনি আর কোনও কথা বলতে চান না। কারণ, তিনি চান না যে, তাঁর আমেরিকার ভিসা বাতিল হয়ে যাক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement