এক্সপ্লোর
Advertisement
সুশান্ত সম্পর্কের ব্যাপারে আন্তরিক ছিলেন না, সম্পর্ক ভেঙে যায়, এনসিবি-কে জানিয়েছেন সারা
আরও বিস্ফোরক তথ্য তদন্তকারীদের জানিয়েছেন সারা। সুশান্ত অত্যন্ত পজেসিভ ছিলেন। সুশান্ত চাইতেন সারা যে যে ছবি করবেন, সেগুলিতে যেন তাঁকেও নেওয়া হয়, ছবিতে সই করার আগে পরিচালকদের কাছে যেন এই শর্ত রাখেন সারা। কিন্তু সুশান্তের জন্য সেটা করা সারার পক্ষে সম্ভব হয়নি।
মুম্বই:সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তদন্ত নেমে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। শনিবার সারা আলি খানকে ডেকে পাঠান তদন্তকারীরা। জেরার মুখে সারা আলি স্বীকার করেছেন, সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ২০১৯ এর জানুয়ারিতে তা ভেঙেও যায় সুশান্তের কারণেই। তবে কোনওদিনও তিনি মাদক ছুঁয়ে দেখেননি বলে জানিয়েছেন সারা।
প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী জানিয়েছিলেন, কেদারনাথ ছবির শ্যুটিংয়ের সময় থেকে সুশান্ত মাদকাসক্ত হয়ে প়ড়েন। সুশান্ত-সারা ডেটিং করতেন বলে শোনা গিয়েছে। তদন্তকারীদের সামনে তাঁর সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতার কথা সারা স্বীকার করে নিয়েছেন বলেই জানা যাচ্ছে। প্রয়াত অভিনেতা সহ কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে ব্যাঙ্কক বেড়াতে গিয়েছিলেন সারা। সেখানে সুশান্ত-সারা ধূমপানের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এনসিবি সূত্রের খবর, এক সময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সুশান্ত দায়বদ্ধ ছিলেন না বলেই তাঁদের সম্পর্ক ভেঙে যায় বলে জানিয়েছেন সারা।
আরও বিস্ফোরক তথ্য তদন্তকারীদের জানিয়েছেন সারা। সুশান্ত অত্যন্ত পজেসিভ ছিলেন। সুশান্ত চাইতেন সারা যে যে ছবি করবেন, সেগুলিতে যেন তাঁকেও নেওয়া হয়, ছবিতে সই করার আগে পরিচালকদের কাছে যেন এই শর্ত রাখেন সারা। কিন্তু সুশান্তের জন্য সেটা করা সারার পক্ষে সম্ভব হয়নি।
এসব নানা কারণে তাঁদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। ব্যাঙ্কক বেড়ানোর সময় ভাইরাল হয়ে যাওয়া ধূমপানের ভিডিয়ো নিয়ে মুখ খুলেছেন সারা। জানিয়েছেন তাঁরা একসঙ্গে ধূমপান করলেও তিনি কখনও মাদক নেননি। জেরায় সারা শ্রদ্ধা-দুজনেই স্বীকার করে নিয়েছেন, সুশান্ত মাদক নিতে অভ্যস্ত ছিলেন। এতটাই যে, শ্যুটিং চলাকালীন ভ্যানিটি ভ্যানে বসেও প্রয়াত অভিনেতাকে মাদক নিতে দেখেছেন তাঁরা। ২০১৯ সালে ’ছিছোড়ে‘-এ সুশান্তের সঙ্গে কাজ করেছিলেন শ্রদ্ধা ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement