এক্সপ্লোর
পুরানো ছবি শেয়ার সারা আলি খানের, মজাদার কমেন্ট কার্তিক আরিয়ানের
বলিউড অভিনেত্রী সারা আলি খান গতকাল বুধবার তাঁর একটি পুরানো ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে মজা করে একটা ক্যাপশন লিখেছেন। আর তা তাঁর অনুরাগীদের নজর কেড়েছে। ছবিটি বেশ কয়েক বছর আগের। তখন সারার ওজন খুব বেশি ছিল। ছবিতে মা অমৃতা সিংহর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

মুম্বই: বলিউড অভিনেত্রী সারা আলি খান গতকাল বুধবার তাঁর একটি পুরানো ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে মজা করে একটা ক্যাপশন লিখেছেন। আর তা তাঁর অনুরাগীদের নজর কেড়েছে। ছবিটি বেশ কয়েক বছর আগের। তখন সারার ওজন খুব বেশি ছিল। ছবিতে মা অমৃতা সিংহর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ছবির ক্যাপশনে সারা লিখেছেন, ‘ফিরে দেখা সেই সময় যখন আমাকে কেউ ছুঁড়ে ফেলা যেত না’। নিছক মজা করেই এই ক্যাপশন লিখেছেন সারা।
শ্রদ্ধা কপূর, আয়ুষ্মাণ খুরানা, জারিন খানের মতো তারকাও ওই ছবিতে কমেন্ট দিয়েছেন। তাঁরা সারার ফিট থাকার প্রচেষ্টার প্রশংসা করেছেন। শেষবার সারাকে ‘সিম্বা’-তে দেখা গিয়েছে। আপাতত তিনি ইমতিয়াজ আলির ‘লভ আজকল ২’ সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত। এই সিনেমায় তাঁকে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে। এরসঙ্গে তিনি ডেভিড ধবনের ‘কুলি নম্বর ১’ সিনেমার রিমেকের শ্যুটিংয়ে ব্যস্ত।
বলিউডে অভিষেকের আগে সারা তাঁর ওজন প্রচুর কমিয়ে ফেলেছিলেন। এর আগে সারা বেশ কয়েকবারই সারা জানিয়েছেন, কিছুই অসম্ভব নয়। সারা এখন নিয়মিত জিমে যান এবং নিজেকে ফিট রাখেন। সারার এখনকার ছবির সঙ্গে পুরানো ছবি মিলিয়ে দেখলে বোঝা যাবে, ওজন কমাতে তাঁকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে।View this post on InstagramThrow🔙 to when I couldn’t be thrown🔙☠️🙌🏻🎃🐷🦍🍔🍕🍩🥤↩️ #beautyinblack
সারার এই ছবিতে অভিনেতা কার্তিক আরিয়ানের মন্তব্য- ‘মেয়েটি অনেকটা সারা আলির মতো দেখতে’।View this post on InstagramThe question isn’t who’s going to let me; it’s who’s going to stop me⁉️ #beyou #doyou 💋💋💋 @pumaindia
শ্রদ্ধা কপূর, আয়ুষ্মাণ খুরানা, জারিন খানের মতো তারকাও ওই ছবিতে কমেন্ট দিয়েছেন। তাঁরা সারার ফিট থাকার প্রচেষ্টার প্রশংসা করেছেন। শেষবার সারাকে ‘সিম্বা’-তে দেখা গিয়েছে। আপাতত তিনি ইমতিয়াজ আলির ‘লভ আজকল ২’ সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত। এই সিনেমায় তাঁকে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে। এরসঙ্গে তিনি ডেভিড ধবনের ‘কুলি নম্বর ১’ সিনেমার রিমেকের শ্যুটিংয়ে ব্যস্ত। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















