এক্সপ্লোর
Advertisement
দেখুন: মলদ্বীপের নীল সমুদ্রে সাঁতার ‘জলপরী’ সারা আলি খানের
সম্প্রতি মলদ্বীপে বেশ কিছু দিন ছুটি কাটালেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সব ছুটিরই শেষ রয়েছে। সারাও এবারের মতো বিদায় জানিয়েছেন তাঁর অবকাশ যাপনের কেন্দ্রকে। তবে শেষমুহূর্তের অতল নীল সমুদ্রের পিছুটান এড়াতে পারলেন না বলিউড ডিভা।
মুম্বই: সম্প্রতি মলদ্বীপে বেশ কিছু দিন ছুটি কাটালেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সব ছুটিরই শেষ রয়েছে। সারাও এবারের মতো বিদায় জানিয়েছেন তাঁর অবকাশ যাপনের কেন্দ্রকে। তবে শেষমুহূর্তের অতল নীল সমুদ্রের পিছুটান এড়াতে পারলেন না বলিউড ডিভা। দেশে ফেরার আগে আরও একবার সুনীল সাগরে গা ভাসিয়ে দিলেন সারা। আর এর একটি ভিডিও সামনে এসেছে। তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে সারা নিজেকে ‘জলপরী’ হিসেবে বর্ণনা করেছেন। একেবারে সিনেমার কায়দায় নিজের পোস্টের ক্যাপশনে সারা লিখেছেন, ‘জলপরী...ম্যায় চলি’।
ভিডিওতে শান্ত সমুদ্রে একটি লঞ্চ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে নামতে দেখা গিয়েছে। এরপর জলে হিল্লোল তুলে সাঁতার কাটলেন তিনি।
ভিডিওতে সারার মা অমৃতা সিংহ ও ভাই ইব্রাহিমকে এক ঝলক দেখা গিয়েছে। তাঁরা তখন লঞ্চের ডেকে দাঁড়িয়েছিলেন।
মলদ্বীপের সমুদ্রে সারার জলকেলির আরও কিছু ভিডিও ছবি সামনে এসেছিল।View this post on Instagram
ইব্রাহিমের সঙ্গেও তাঁকে সমুদ্রে সাঁতার কাটতে দেখা গিয়েছে।View this post on InstagramIf paradise had a colour 🧿💙🌊🐳🐬🧚🏻♀️#blueheaven @luxnorthmale @ncstravels @munkoali
দেখে নেওয়া যাক আরও কয়েকটি ছবি-View this post on InstagramDeep Sea Diving 💁🏻♀️🙌🏻🧜🏼♀️ Fishies Vibing 🐠🐬🐳🐋 #bucketlist ✌🏻🧿💙
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
বলিউডের অন্যতম জনপ্রিয় জেন-নেক্সট অভিনেত্রী সারা। ছুটি কাটানোর একাধিক ছবি ও ভিডিওর সৌজন্যে প্রায় এক সপ্তাহ ধরে সোশাল মিডিয়ায় অনুরাগীদের নজর কেড়েছেন সারা। এবার বাড়ি ফিরে আগামী সিনেমা ‘কুলি নম্বর ১’-এর শ্যুটিংয়ের কাজ ফের শুরু করতে চলেছেন তিনি। তা গোবিন্দা ও করিশ্মার ১৯৯৫-এর জনপ্রিয় সিনেমার রিমেক। সারা ইতিমধ্যেই ইমতিয়াজ আলির ‘লভ আজ কল ২’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন।View this post on Instagramसमुन्दर में नहा के... 🌊🧂 📸 and 🧬 and 🤰credit: Amrita Singh @luxnorthmale @ncstravels
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement