মুম্বই: তিনি যেমন একদিকে রুপোলি পর্দার নায়িকা, তেমন তিনি বাড়ির মেয়েও। যে বড়দের শাসন করে, আবার ভালবাসায় ভাসায়। পর্দায় যিনি পরিবারের গল্প তুলে ধরতে পারেন নিপুণভাবে, তিনি বাস্তব জীবনে কেমন? একটি সাক্ষাৎকারে সারা আলি খান (Sara Ali Khan)-এর ঘরের কথা মঞ্চে সবার সামনেই ফাঁস করলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। 


সম্প্রতি, একটি টক শো-তে এসেছিলেন ভিকি ও সারা। সামনেই মুক্তি পাচ্ছে তাঁদের নতুন ছবি 'জ়রা হাটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর সেই ছবির প্রচারের সৌজন্যেই একসঙ্গে দেখা যাচ্ছে রুপোলি পর্দার এই জুটিকে। আর সেই শো-তে এসেই, শ্যুটিংয়ের একটি দিনের কথা তুলে ধরেন ভিকি। অভিনেতা বলেন, একদিন তিনি হঠাৎ দেখেন, ফোনে মা অমৃতার সঙ্গে খুব চিৎকার চেঁচামেচি করছে সারা। ফোন ছাড়লে ভিকি জানতে চান, কী হয়েছে? সারা তখন রাগ করে জানান, তাঁর মা ভুল করে ১৬০০ টাকার একটি তোয়ালে কিনে ফেলেছিলেন। আর তাতেই নাকি সারার এত রাগ।


সঙ্গে সঙ্গে সারা বলে ওঠেন, 'তোয়ালে তো বিনামূল্যেই পাওয়া যায়। আমার ভ্যানিটি ভ্যানে কত তোয়ালে পড়ে থাকে, ওখান থেকে একটা নিয়ে ব্যবহার করে নিলেই তো হয়। কেনার কি প্রয়োজন!' সমস্যার এই সমাধান শুনে ভিকি হতবাক। ঘাড় নাড়েন শুধু। শো-এর সঞ্চালক কপিল শর্মা বলে ওঠেন, সারা এতই কৃপণ যে সেট থেকেই নাকি ডিনার সেরে যান।'


এই ছবির প্রচারে সদ্য কলকাতাতেও এসেছিলেন সারা। সারা আলি খানকে দেখতে ভিড় জমেছিল কলকাতার রাস্তায়। সবুজ গোলাপি সালোয়ার কামিজে সেজেছিলেন নায়িকা। রুপোলি জরির কাজের সঙ্গে মিলিয়ে কানে রুপোলি দুল পরেছিলেন সারা। হালকা ব্যাকব্রাশ করে চুল খোলা রেখেছিলেন তিনি। কলকাতায় এসেই মিষ্টিতে মজলেন সারা। কামড় বসালেন টক-ঝাল ফুচকাতেও। রাসেল স্ট্রিটে ফুচকায় মন মজে সারার। খান বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের মিষ্টিতেও। চেখে দেখেছেন মিষ্টি দইও। সব মিলিয়ে জমজমাট সারার কলকাতা সফর। 


একটি গয়নার দোকানের প্রচারে কলকাতায় এসেছিলেন সারা। এরপরে অবশ্য নায়িকা মজেন কলকাতার মেজাজে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একবার বিপাকেও পড়েন সারা। হঠাৎ তাঁর লেন্স খুলে যায়। কিছু দেখতে পাচ্ছিলেন না অভিনেত্রী। সাংবাদিকদেরই তিনি প্রশ্ন করেন, 'আমার চোখে কী কিছু পড়েছে? আমি দেখতে পাচ্ছি না।' তাঁর লেন্স খুলে চলে এসেছিল চোখের পাতায়। এরপর সহকারীর সাহায্য নিয়ে লেন্স ঠিক করেন সারা। কিছুটা সময় চেয়ে নেন সাংবাদিকদের কাছ থেকে। তারপরেই আবার স্বাভাবিক, সপ্রতিভ সারা। 


আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?


আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা