এক্সপ্লোর
দেখুন! পার্টিতে সাত সমুন্দর পার-এর সঙ্গে সারা আলি খানের নাচ

মুম্বই: ফ্যাশন ডিজাইনার সন্দীপ খোসলার ভাইঝির বিয়েতে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। ঐশ্বর্যা রাই বচ্চন থেকে সোনম কপূর, তব্বু, টুইঙ্কল খন্না, সোনালি বেন্দ্রে- কে নেই! তবে সকলের নজর কেড়ে নিলেন সেফ আলি খানের মেয়ে সারা। বিশ্বাত্মা ছবির সাত সমুন্দর পার গানের সঙ্গে নাচলেন তিনি। [embed]https://www.instagram.com/p/Bh3BEJKlHkl/?utm_source=ig_embed[/embed] নাচলেন শ্বেতা বচ্চনও, শাদি মে জরুর আনা ছবির পাল্লু লটকে-র সঙ্গে। [embed]https://www.instagram.com/p/Bh3FcaEAZbT/?utm_source=ig_embed[/embed] এবার দেখুন কর্ণ জোহরের নাচ। [embed]https://www.instagram.com/p/Bh3BYN4g5aP/?utm_source=ig_embed[/embed]
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















