কলকাতা: বাবা। শুধু এই ডাকটুকুই অনেক। সেরকমই তাঁর মৃত্যুও চিরকাল তাড়া করে বেড়ায় সন্তানকে। তেমনই আভাস মিলল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে। প্রয়াত বাবা ও প্রখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্য়ায়ের (Shubhendu Chattopadhyay) উদ্দেশে একটি কবিতা লিখেছিলেন শাশ্বত। সেটাই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 


২০০৭ সালে লেখা কবিতা। লিখেছিলেন। কালের নিয়মে তা হারিয়েও যায়। এরপর হঠৎই কিছুদিন আগে কবিতাটি খুঁজে পান অভিনেতা। তাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের সৃষ্টি।


শুভেন্দু চট্টোপাধ্যায়ের যুবক বয়সের একটি ছবির সঙ্গেই কবিতাটি লিখে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'প্রায় ১৫ বছর হতে চলল বাপি চলে গেছেন। সেই সময়, ২০০৭ সাল নাগাদ বাপির জন্য আমি কয়েকটি লাইন লিখি। সেই লেখা কোথায় যেন, বই-এর পাতার মধ্যে হারিয়ে যায়। হঠাৎ করে সেদিন সেই লেখাটা খুঁজে পেলাম। ভাবলাম, আপনাদের সাথে আমার এই স্মৃতিটা ভাগ করে নি...' (অপরিবর্তিত)।


 






টলিউড থেকে বলিউড, দুই জায়গাতেই সমান সাবলীল বিচরণ শাশ্বতর। কলমেও সমান ধার। সদ্য বাংলায় 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির প্রচার সেরেই তিনি পাড়ি দিয়েছিলেন হিমাচল প্রদেশে। হিন্দি ছবির কাজে। সিমলার একটি পাঁচতারা হোটেলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। ফেলুদার প্রসঙ্গ টেনে নস্ট্যালজিক হয় তাঁর কলম। 


আরও পড়ুন: Anindya Chatterjee: মুক্তির অপেক্ষায় 'বেলাশুরু', প্রকাশ্যে অনিন্দ্যর প্রথম লুক