মুম্বই: করোনা আক্রান্ত (Covid Positive) বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী আবেদন করেন, সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নিতে।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির সঙ্গে এই খবর পোস্ট করেন শাবানা। তিনি লেখেন, 'আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের অনুরোধ করব, দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিতে। '
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। করোনা সংক্রমণ এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। ভর্তি হওয়া থেকেই তাঁকে আইসিইউতে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক প্রতীত সমদানীর তত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান গায়িকা। হাসপাতালের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের খবর জানিয়ে বলা হয় যে, বিরানব্বই বছর বয়সী গায়িকার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্বাবধানে আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দুদিন আগে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়েছে তাঁর। বর্তমানে আইসিইউতেই রাখা হবে তাঁকে।
আরও পড়ুন: দার্জিলিংয়ের কনকনে শীতে সন্ধে হলেই রাস্তাঘাট শুনশান, তার মধ্যেই চলছে 'দ্য একেন' -এর শ্যুটিং
করোনা সংক্রমণ এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। ভর্তি হওয়া থেকেই তাঁকে আইসিইউতে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক প্রতীত সমদানীর তত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান গায়িকা। হাসপাতালের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের খবর জানিয়ে বলা হয় যে, বিরানব্বই বছর বয়সী গায়িকার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্বাবধানে আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দুদিন আগে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়েছে তাঁর। বর্তমানে আইসিইউতেই রাখা হবে তাঁকে।