এক্সপ্লোর
অবশেষে ইচ্ছেপূরণ! শীঘ্রই রাজকুমার হিরানি কাজ করতে চলেছেন বলিউডের এই খানের সঙ্গেও

মুম্বই: দীর্ঘদিনের ইচ্ছে ছিল। চোদ্দ বছর পর অবশেষে সেই ইচ্ছে পূরণ হতে চলল। সূত্রের খবর, 'মুন্নাভাই এমবিবিএস' বা 'থ্রি ইডিওটস' ছবির জন্যে তাঁকে অফার দেওয়া হলেও, শরীরের কারণে তখন সেই ছবিগুলো করতে পারেননি। কিন্তু এবার তিনিও প্রস্তুত রাজকুমার হিরানির সঙ্গে গাঁটছড়া বেধে কাজ করতে। জানা গিয়েছে, শাহরুখের আনন্দ এল রাইয়ের সঙ্গে নামহীন ছবির কাজ শেষ হলে, এবং হিরানির রণবীর কপূরের সঙ্গে সঞ্জয় দত্তের বায়োপিকের কাজ শেষ হলেই, শুরু হবে হিরানি-শাহরুখ জুটির সেই দীর্ঘ প্রতিক্ষীত ছবির কাজ। তবে দুপক্ষের তরফে এই সম্পর্কিত ঘোষণা হতে দেরি এখনও সপ্তাহখানেক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















