কলকাতা:  হাতে আর মাত্র কয়েকদিন তাই প্রচারে কোনও খামতি রাখছে না টিম 'জওয়ান'।  বুধবার চেন্নাইতে ছবির অডিও লঞ্চে ইভেন্টের অনুষ্ঠানে দেখা মিলল ছবির কলাকুশলীদের। আর এদিনই প্রিয়মনির সঙ্গে চেন্নাই এক্সপ্রেসের গান 'ওয়ান টু থ্রি ফোর' গানের তালে মঞ্চ মাতালেন বলিউডের বাদশা। 


উল্লেখ্য়, রোহিত শেট্টি পরিচালিত 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতেও প্রিয়মনির সঙ্গেই এই নাচতে দেখা গিয়েছিল কিং খানকে। আর আজকের অনুষ্ঠানের এই ডুয়োর নাচের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।


আরও পড়ুন...


ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস


প্রসঙ্গত, শোনাযাচ্ছে ছবি মুক্তির আগেই চেন্নাইয়ের  শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হবে 'জওয়ান' ছবির প্রি রিলিজ ইভেন্ট। বলিউডসূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খানের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নয়নথারা, বিজয় সেতুপতি, পরিচালক অ্যাটলি ও ছবির অন্য়ান্য় কলাকুশলীরা।


উল্লেখ্য়, সঙ্গীত পরিচালক অনিরুধও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এক হাজারেরও বেশি শিক্ষার্থী ও কিং খানের ভক্তরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।


প্রসঙ্গত, শাহরুখের ভক্তরা এই ছবির জন্য় মুম্বইয়ের গেইটি গ্যালাক্সিসে একটি স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করছেন। ৭ সেপ্টেম্বর ভোর ৬টায় এই ছবির স্ক্রিনিং হবে বলে জানা যাচ্ছে। বলিউড বাদশার ভক্তদের বিশ্বাস 'পাঠান'-এর মতই এই ছবিও কোটি কোটি টাকার ব্য়বসা করবে।


বলিউড সূত্রের খবর অনুযায়ী, জার্মানিতে বিশ্বের বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে প্রদর্শিত হবে এই ছবি। তাই জামার্নিতে থাকা কিং খানের অনুরাগীরা ইতিমধ্য়েই দিনগোনা শুরু করে দিয়েছেন।


উল্লেখ্য়, গতকালই মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির তৃতীয় গান 'নট রামাইয়া বাস্তাবাইয়া' (Not Ramaiya Vastavaiya)। এই গানে ঝাঁ চকচকে লুকে ডান্স ফ্লোরে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারাকে (Nayanthara)। নাচের তালে পা মেলালেন দুই তারকা। 


প্রত্যেক গান, প্রিভিউর মতো এই গানও মুক্তি পেয়েছে তিনটি ভাষায় হিন্দি, তামিল ও তেলুগুতে।  গানটি মুক্তি পাওয়ার পর সেটি নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করে কিং খান লেখেন, 'এটা ছইয়াঁ ছইয়াঁ নয়, এটা 'নট রামাইয়া বাস্তাবাইয়া'। এটা জওয়ানের তা তা থইয়া। এই গানের পিছনে কত যে গল্প রয়েছে... কিন্তু সেই সমস্ত গল্প তোলা রইল ৩১ অগাস্টের জন্য যেদিন ট্রেলার আসবে প্রকাশ্যে... আপাতত আমার সঙ্গে নাচ করুন...।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial