মুম্বই: শনিবার অনুরাগীদের সঙ্গে অনলাইন চ্যাটিং করছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। #AskSRK নামে জনপ্রিয় সেশন চলছি তাঁর। সেখানেই অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দেন অভিনেতা। কখনও আরিয়ান খান (Aryan Khan) মামলা প্রসঙ্গে উত্তর দেন। কখনও আবার আগামী ছবির প্রসঙ্গে। আর এবার তিনি কথা বললেন তাঁর প্রিয় 'ভাই' সলমন খানের (Salman Khan) সম্পর্কে। 


সলমন খান প্রসঙ্গে শাহরুখ খান-


অনুরাগীদের সঙ্গে চ্যাটিং সেশনে শাহরুখ খান জানালেন, যেকোনও সমস্যার একটাই সমাধান, ভালোর উপর থেকে কখনও বিশ্বাস না হারানো। সত্যি সবসময় প্রকাশ পাবে, তাই তার উপর ভরসা রাখলেই সব সমস্যা সমাধান হবে। এমনটাই পরামর্শ দেন অভিনেতা। শোনা গিয়েছে, সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ভাইজানের সঙ্গে সম্পর্ক কেমন জিজ্ঞাসা করায় অভিনেতা জানান যে, সবসময় অত্যন্ত দয়ালু থেকেছেন সলমন খান। অন্যদিকে, অক্ষয় কুমার প্রসঙ্গেও নিজের মত দেন তিনি। বলিউডের খিলাড়িকে 'অসাধারণ বন্ধু' বলেন তিনি। এর পাশাপাশি তাঁকে পরিশ্রমী মানুষও বলেন সলমন।


আরও পড়ুন - Janhvi Kapoor: সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে! নীরবতা ভাঙলেন জাহ্নবী কপূর


গত বছর অর্থাৎ ২০২১ সালের অক্টোবরে মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান খান। ক্রুজ কর্ডেলিয়ায় রেভ পার্টি চলাকালীন সেখান থেকে তাঁকে আটত করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। আরিয়ান খানের মাদক মামলায় গ্রেফতারির পর একবারও মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ খান কিংবা তারঁ পরিবারের কাউকে। শাহরুখ পুত্রের জামিন পাওয়াকে কেন্দ্র করে দীর্ঘ আইনি জটিলতা। প্রায় এক মাস জেলে থাকার পর ব্যক্তিগত বন্ডে জামিন পান আরিয়ান। কয়েক মাস আগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল ক্লিনচিট দেয় তাঁকে। জামিনের শর্ত অনুযায়ী জমা থাকা পাসপোর্টও ফেরত পেয়েছেন তিনি। #AskSRK নামে চলা অনলাইন চ্যাটিং সেশনে এক অনুরাগী অভিনেতাকে প্রশ্ন করেন যে, 'শাহরুখ স্যর আশা করি আপনি ভালো আছেন। আমেরিকা থেকে প্রশ্ন করছি। কোন প্রেরণা থেকে আপনি সমস্ত সমস্যা কাটিয়ে ওঠেন বাদশার মতো? 'পাঠান' দয়া করে উত্তর দেবেন।' অনুরাগীকে উত্তর দেন শাহরুখ খান। উত্তরে বলেন, 'বিশ্বাস করতে হয় যে, ভালো সবসময়ই খারাপকে হারিয়ে দেবে।'