এক্সপ্লোর
Advertisement
গৌরির জন্য মেয়েদের গলায় কথা বলতে হত শাহরুখকে!
মুম্বই: প্রায় ২৪ বছরের দাম্পত্য জীবন শাহরুখ ও গৌরি খানের। কিন্তু বিয়ের আগে প্রেম-পর্বের সময় সবকিছু আদৌ সহজ ছিল না এই তারকা দম্পতির। গৌরির সঙ্গে কথা বলাও একেবারেই সহজ ছিল না। তাই মেয়েদের গলায় কথা বলে গৌরির পরিবারের লোকজনকে বোকা বানাতে হত শাহরুখকে।
খুব শীঘ্রই মুক্তি পাবে শাহরুখের আগামী সিনেমা 'ফ্যান'। তার আগে কপিল শর্মার 'দ্য কপিল শর্মা শো'-তে নিজের জীবনের কিছু কিছু ঘটনার কথা জানিয়েছেন কিং খান। এখনকার সেলফি-সংস্কৃতি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শাহরুখ বলেন, ‘এখন তো মোবাইলের যুগ। কিন্তু ওই সময় আমাদের ভরসা ছিল ল্যান্ডফোন। সেজন্য তখন গৌরির সঙ্গে কথা বলার জন্য ফোন করলে ফোন ধরত ওর ভাই বিক্রান্ত। তাই মেয়েদের গলার স্বরে কথা বলে ফাঁকি দিতে হত বিক্রান্তকে। বলতাম, আমি গৌরির সঙ্গে কথা বলতে পারি। বিক্রান্তের মনে হত গৌরির কোনও বান্ধবী হয়ত কথা বলতে চাইছে। আর এই কথাটা আজ পর্যন্ত বিক্রান্ত জানেন না যে মেয়ের গলার স্বরে কে কথা বলত। কিন্তু এই অনুষ্ঠান দেখার পর বিক্রান্ত সেই কথাটা নিশ্চয় জেনে যাবে’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement