মুম্বই : সদ্য কয়েকদিন আগেই গেল বাঙালিদের সবথেকে বড় উত্সব দুর্গাপুজো (Durga Puja)। আর সামনেই আসছে দীপাবলি (Diwali)। আর তার জন্যই সদ্য মুক্তি পেয়েছে নতুন বিজ্ঞাপন। যা ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তার অন্যতম কারণ, এই বিজ্ঞাপনে অন্যরকম মানবিক প্রচার করতে দেখা গিয়েছে কিং খানকে (Shahrukh Khan)।


আরও পড়ুন - OMG 2 Update: 'ওহ মাই গড টু' ছবিতে গায়ের রং নীল, অক্ষয় কুমারের নতুন লুক দেখে কী বলছেন নেট নাগরিকরা?


উত্সবের মরশুম চলছে। দুর্গাপুজো যাওয়ার পরই আসতে চলেছে দীপাবলি। আর সেই দীপাবলি উপলক্ষে সদ্যই ক্যাডবেরি কোম্পানি রিলিজ করেছে নতুন একটি বিজ্ঞাপন। ক্যাডবেরির নতুন বিজ্ঞাপনে কয়েকটি বিশেষ প্রোডাক্টের প্রোমোশন করছেন কিং খান। বিজ্ঞাপনটিতে করোনা পরিস্থিতিতে ব্যবসায় কতটা প্রভাব পড়েছে সেই সম্পর্কে এবং স্থানীয় ব্যবসায়ীদের সমর্থন করতে দেখা গিয়েছে তাঁকে। 


আরও পড়ুন - না দেখলে বিশ্বাস হবে না, ৩৬০ ডিগ্রি জিভ ঘোরাচ্ছেন জাহ্নবী কপূর!


করোনা পরিস্থিতিতে সমস্ত ব্যবসার মতো প্রভাব পড়েছে ক্যাডবেরির ব্যবসাতেও। বড় ব্যবসায়ীদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছেন ছোট ব্যবসায়ীরা। ক্যাডবেরির এই বিজ্ঞাপনে স্থানীয় ব্যবসায়ীদের তাঁদের করোনা পরিস্থিতির অভিজ্ঞতা শেয়ার করতে দেখা গিয়েছে। তাই এই বিজ্ঞাপনের তাঁরা নাম দিয়েছেন, 'এটা শুধুই একটা ক্যাডবেরির বিজ্ঞাপন নয়'। তবে চমক অন্য জায়গায়। ক্যাডবেরির বিজ্ঞাপনে বলিউড বাদশা শাহরুখ খানকে অন্যান্য ব্যবসায়ীদের সম্পর্কেও কথা বলতে দেখা গিয়েছে। পাশাপাশি, সেই সমস্ত ব্যবসায়ীদের থেকে পোশাক, জুতো, মিষ্টি, ইলেক্ট্রনিক্স জিনিসপত্র কেনার অনুরোধ করতে দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে এমন একটি পরিস্থিতিতে শাহরুখ খানের ক্যাডবেরির বিজ্ঞাপন মুহূর্তে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।



এই ভিডিওতে শাহরুখ খানকে বলতে দেখা যাবে, 'আমাদের আশে পাশে যত দোকানদাররা রয়েছেন, তাঁদের দীপাবলিও তো মিষ্টি মুখ হওয়া দরকার, তাই না?'