কলকাতা:  ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'পাঠান' (Pathaan)। চার বছর পর মুখ্য চরিত্রে পর্দায় ফিরে বক্স অফিসে ঝড় তোলেন কিং খান।  এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, কাশ্মীরের বারামুল্লা এবং হান্দওয়ারার নতুন খোলা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই ছবি। 


কাশ্মীরের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য় ১৯৯০ সালে বন্ধ হয়ে যায় বেশ কিছু প্রেক্ষাগৃহ। ফলে হলে গিয়ে সিনেমা দেখার আনন্দ থেকে বঞ্চিত হন দর্শকরা। তবে গতবছর শ্রীনগরে প্রথম মাল্টিপ্লেক্স আইনক্স  খোলার পরে পরিস্থিতির উন্নতি হয়৷ ২০২২ এর ১৮ সেপ্টেম্বর, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুলওয়ামা এবং শোপিয়ান জেলায় অবস্থিত একাধিক সিনেমা হলগুলির উদ্বোধন করেন৷ জাদুজ নামের একটি প্রতিষ্ঠান এই সমস্ত প্রেক্ষাগৃহ পরিচালনার দায়িত্বে রয়েছে।


১৪ জুলাই, মনোজ সিনহা একইভাবে আরও দুটি সিনেমা হলের উদ্বোধন করেন, একটি বারামুল্লায় এবং একটি হান্দওয়ারায়। পুলওয়ামা এবং শোপিয়ান থিয়েটারগুলির মতো, এই নতুন খোলা থিয়েটারগুলিও জাদুজ দ্বারা পরিচালিত হবে এবং এই প্রেক্ষাগৃতে একটি ক্যাফে, সম্মেলন এবং সেমিনার করারও সুবিধা থাকবে বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, দুটি থিয়েটারই ১০০ সিটের।


আরও পড়ুন...


বাড়ছে কঞ্জাঙ্কটিভাইটিস, এই উপসর্গগুলি দেখলেই সতর্ক হোন, কী করবেন, কী করবেন না


মনোজ সিনহার বারামুল্লা থিয়েটার উদ্বোধন করার  ভিডিও ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে। এই থিয়েটারটি খোলা হয়েছে যা একসময় শেরওয়ানি কমিউনিটি হল ছিল৷ পাঠানের পোস্টারটি থিয়েটারের উদ্বোধনের ভিডিও এবং ছবিতে দেখা যায়। পাঠানের পাশাপাশি, শাহরুখ খানের পরবর্তী ছবি, জওয়ান এবং সানি দেওলের গদর 2-এর পোস্টারগুলিও দেখা যেতে পারে, যা ইঙ্গিত দেয় যে এই দুটি বহু প্রতীক্ষিত ছবিও সিনেমা হলে চলবে।


উল্লেখ্য়, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ভারতে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে। হিন্দি সিনেমার নিরিখে এটি সর্বকালের সর্বাধিক ব্যবসা করা ছবি। এই ছবিতে তারকা অভিনেতা সলমন খানের ক্যামিও করা দৃশ্যও বিশেষ প্রশংসিত হয়। 


ভারতে মুক্তির প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দেয় 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial