এক্সপ্লোর
Advertisement
৫৪ য় শাহরুখ, মান্নতে অনুরাগীদের কিং-সাক্ষাৎ, ট্যুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
‘সুস্থ থেকো, ভালো থেকো। জীবনে আরো অনেক উন্নতি করো। তোমাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা গর্বিত।’ জন্মদিনে শাহরুখকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।
মু্ম্বই: ২ নভেম্বর। প্রতি বছরের মতো এবছরও মান্নতের সামনে মধ্যরাতেই ভিড় জমিয়ে ছিলেন অগণিত অনুরাগী। শাহরুখের ৫৪তম জন্মদিন। বিশেষ এই দিনে স্বপ্নের তারকাকে চোখের দেখা দেখতে কিং খানের বাড়ির সামনে হাজির ছিলেন বহু মানুষ। কাউকে হতাশ না করেই ব্যালকনি থেকে হাত নেড়ে সকলের অভিনন্দন গ্রহণ করলেন শাহরুখ। দেখুন ছবি।
Mumbai: Shah Rukh Khan waves at fans who have gathered outside his residence, 'Mannat' on his 54th birthday. #Maharashtra pic.twitter.com/KtAj9mACRq
— ANI (@ANI) November 1, 2019
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে ভক্তদের শুভেচ্ছায়। আজকের দিনটা পরিবারের সঙ্গেই কাটাতে চান সুপারস্টার। যাবেন ফ্যামিলি-ডিনারে, এমনটাই জানিয়েছেন স্ত্রী গৌরি খান।
শাহরুখের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর অন্যতম কাছের মানুষ কর্ণ জোহর। শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। জানি না, কোনও শব্দই তোমার-আম্র সম্পর্ককে ব্যক্ত করার জন্য যথেষ্ট কি না...আমার জীবনে তোমার প্রভাব অপরিসীম।’
কর্ণের শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে দুই বন্ধুর আত্মিক সম্পর্কের কথা।
কিং খানের জন্মদিনে ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, শাহরুখ @iamsrk। সুস্থ থেকো, ভালো থেকো। জীবনে আরো অনেক উন্নতি করো। তোমাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা গর্বিত। তোমার ছবি যেন ভবিষ্যতেও আমাদের মন জয় করে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ #KIFF2019 এ দেখা হবে’
জন্মদিনের অনেক শুভেচ্ছা, শাহরুখ @iamsrk। সুস্থ থেকো, ভালো থেকো। জীবনে আরো অনেক উন্নতি করো। তোমাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা গর্বিত। তোমার ছবি যেন ভবিষ্যতেও আমাদের মন জয় করে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ #KIFF2019 এ দেখা হবে
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement