এক্সপ্লোর
নেহা ধুপিয়ার শোয়ে সোনামকে কটাক্ষ শাহিদের! কেন জানতে ক্লিক করুন এখানে
![নেহা ধুপিয়ার শোয়ে সোনামকে কটাক্ষ শাহিদের! কেন জানতে ক্লিক করুন এখানে Shahid Kapoor And Neha Dhupia Take A Dig At Sonam Kapoor? নেহা ধুপিয়ার শোয়ে সোনামকে কটাক্ষ শাহিদের! কেন জানতে ক্লিক করুন এখানে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/27102809/index.php_47.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সম্প্রতি নেহা ধুপিয়ার জনপ্রিয় চ্যাট শো বিএফএফএস উইথ ভোগ-এর আসরে গিয়েছিলেন সস্ত্রীক শাহিদ কপূর। শোয়ে শুরু থেকেই নেহা শাহিদকে তাঁর টিনসেল টাউনে বিভিন্ন লিঙ্কআপ, তাঁর সঙ্গে স্ত্রী মীরার সমীকরণ নিয়ে নানা প্রশ্ন করেন। জানা যায় বহু অজানা তথ্য।
এরপরই আসে সেই রাউন্ড যেখানে শোয়ের সঞ্চালক যা প্রশ্ন করবেন অতিথিকে হয় সেই প্রশ্নের উত্তর দিতে হবে তাঁকে, না হলে পোশাক খুলতে হবে। সেখানে নেহা শাহিদকে প্রশ্ন করেন, বলিউডে এমন একজন অভিনেত্রীর নাম বলতে যাঁর পোশাকের থেকে একটু বেশি ছবির চরিত্র নিয়ে ভাবা উচিত, পড়াশোনা করা প্রয়োজন।
এই প্রশ্নের জবাবে শাহিদ কারও নাম উল্লেখ না করে বলেন, আমি বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, যাঁরা ছবির চরিত্রের চেয়ে বেশি তাঁদের কস্টিউম নিয়ে ভাবেন। তার পাল্টা নেহা বলেন, 'ইয়ে মৌসম হ্যায় জুতে উতারনে কা'....প্রসঙ্গত, সোনাম কপূরই শাহিদের সঙ্গে 'মৌসম' নামের একটি ছবিতে কাজ করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন শাহিদের বাবা পঙ্কজ কপূর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)