মুম্বই: ফের স্থগিত হয়ে গেল শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত 'জার্সি' (Jersey) ছবির মুক্তি। গত বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু করোনা পরিস্থিতির আচমকা বৃদ্ধির কারণে যখন দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল বন্ধ রাখা হচ্ছে, তখন এই ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, ১৪ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি'। সেই মতো প্রচারও শুরু করে দেন ছবির অভিনেতারা। এবার ফের মুক্তি স্থগিত হয়ে গেল এই ছবির। তবে, এবার আর অতিমারি পরিস্থিতির জন্য নয়। বরং, অন্য এক কারণে পিছিয়ে গেল 'জার্সি'র মুক্তি।
পিছিয়ে গেল 'জার্সি' ছবির মুক্তি- (Jersey Release Postponed)
গত বছর ওমিক্রণ ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য পিছিয়ে যায় 'জার্সি' ছবির মুক্তি। পরিস্থিতি কিছুটা ঠিক হতেই নতুন মুক্তির দিন ঘোষণা করেন নির্মাতারা। কয়েকদিন আগেই এই ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পায়। ছবি মুক্তির আনন্দে উচ্ছ্বসিত ছিলেন ছবির কলাকুশলী থেকে দর্শকেরা। কিন্তু ফের এই ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ায় হতাশ অনুরাগীরা। জানা যাচ্ছে, এবার আর করোনা পরিস্থিতির কারণে নয়, বরং বক্স অফিসে অন্য ছবির টক্করের কারণে 'জার্সি'র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
'কেজিএফ- চ্যাপ্টার টু'-সঙ্গে বক্স অফিসে টক্কর আটকাতেই পিছিয়ে গেল 'জার্সি'র মুক্তি?
জানা যাচ্ছে, আগামী ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে যশ, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার টু'। কন্নড়, তামিল, তেলুগু, মালায়লম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই এই ছবিকে কেন্দ্র করে নেট নাগরিকদের প্রত্যাশা ও উচ্ছ্বাস নজর কাড়ছে। প্রথম ছবির পর দ্বিতীয় ভাগও যে বক্স অফিসে প্রভাব ফেলবে, তা আন্দাজ করা যাচ্ছে। সেই কারণেই কি 'জার্সি'র মুক্তি পিছিয়ে দিলেন নির্মাতারা? নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে এমনটাই।
আরও পড়ুন - Shiv Kumar Subramaniam Death: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম
প্রসঙ্গত, 'জার্সি' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাহিদ কপূর ও ম্রুণাল ঠাকুরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কপূরকে। 'কেজিএফ চ্যাপ্টার টু' ছাড়াও আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে থালাপতি বিজয়ের 'বিস্ট'।