এক্সপ্লোর
বার্সেলোনায় ছুটি কাটাচ্ছেন সপরিবার শাহরুখ, গৌরী পোস্ট করলেন ছবি

নয়াদিল্লি: জিরো-র শ্যুটিং শেষ। আকাশ অম্বানির এনগেজমেন্ট পার্টি শেষে পরিবার নিয়ে স্পেনে ছুটি কাটাচ্ছেন শাহরুখ খান। বার্সেলোনায় তাঁকে দেখা গেল দুই ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানার সঙ্গে। স্ত্রী গৌরী ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছবিগুলি। [embed]https://www.instagram.com/p/BksO2l3FoKT/?utm_source=ig_embed[/embed] ১৯৯১-এ বিয়ে করেন গৌরী ও শাহরুখ। ১৯ বছরের আরিয়ান তাঁদের প্রথম সন্তান। মেয়ে সুহানার বয়স ১৮, ছেলে আবরামের বয়স ৫-এর বেশি নয়।
মেয়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করেছেন শাহরুখ।
আকাশ অম্বানির এনগেজমেন্ট পার্টিতে স্ত্রী ও বড় ছেলের সঙ্গে এসআরকে।
মেয়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করেছেন শাহরুখ।
আকাশ অম্বানির এনগেজমেন্ট পার্টিতে স্ত্রী ও বড় ছেলের সঙ্গে এসআরকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















