মুম্বই: টেলিভিশন (Television) থেকে বড়পর্দা (big screen), নজর কেড়েছেন সর্বত্র। এবার ওটিটিতে দেখা যাবে অভিনেতা শান্তনু মাহেশ্বরীকে (Shantanu Maheshwari)। বিপরীতে অভিনেত্রী তানিয়া মানিকতলা (Tanya Maniktala)। সিরিজের নাম 'টুথ পরী' (Tooth Pari: When Love Bites)। ওটিটি জায়ান্ট 'নেটফ্লিক্স'-এ (Netflix) দেখা যাবে এই সিরিজ। পরিচালনায় বাঙালি পরিচালক প্রতীম দাসগুপ্ত (Pratim Dasgupta)। প্রকাশ্যে প্রথম লুক ও টিজার। 


আসছে 'টুথ পরী'


সোমবার মুক্তি পেল নেটফ্লিক্সের নতুন সিরিজ 'টুথ পরী'র প্রথম লুক ও টিজার। মুখ্য চরিত্রে 'দিল দোস্তি ডান্স' খ্যাত শান্তনু মাহেশ্বরী ও 'এ স্যুটেবল বয়' খ্যাত তানিয়া মানিকতলা। 


 






টিজার থেকেই স্পষ্ট শান্তনুকে এই সিরিজে একটি দন্ত চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। হাতে ফর্সেপ নিয়ে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর রুগীর ভূমিকায় তানিয়া। সিরিজের ট্যাগলাইন 'হোয়েন লভ বাইটস' যার বাংলা তর্জমা করলে মানে দাঁড়ায়, 'যখন ভালবাসা কামড় দেয়'। সিরিজটি প্রেমকাহিনি বলে মনে হলেও তা আর পাঁচটা গল্পের থেকে খানিক আলাদা। 


 






মূলত সিরিজে ভ্যাম্পায়ারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। প্রসঙ্গত, আজ 'ওয়ার্ল্ড ওরাল হেল্থ ডে'। এক ভ্যাম্পায়ার ও এক দন্ত চিকিৎসকের প্রেম কাহিনির টিজার প্রকাশের জন্য এই দিনটিই বেছে নিয়েছেন নির্মাতারা। এদিন টিজার শেয়ার করে পর্দার চিকিৎসক লেখেন, 'এই ওয়ার্ল্ড ওরাল হাইজিন ডে-তে আমার কাছে 'অ-সাধারণ' এক রুগী এসেছেন তাঁর ভাঙা দাঁতের চিকিৎসা করাতে।' টিজারের শেষে দেখা যাচ্ছে ডাক্তারের হাত কেটে এক ফোঁটা রক্ত গিয়ে পড়ে রুগীর মুখে। তাতে 'ভ্যাম্পায়ার' রুগীর চোখে মুখে সন্তুষ্টি। 


আরও পড়ুন: Guneet Monga: অস্কার জিতে দেশে ফিরে স্বর্ণমন্দিরে প্রার্থনা প্রযোজক গুণীত মোঙ্গার


'টুথ পরী' সিরিজের লেখক ও পরিচালক প্রতীম দাসগুপ্ত। সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রেবতী, সিকন্দর খের, আদিল হুসেন, তিলোত্তমা সোম ও শাশ্বত চট্টোপাধ্যায়কে।


প্রসঙ্গত, ছবি বা ধারাবাহিক ছাড়াও শান্তনু মাহেশ্বরী মূলত তাঁর নৃত্যশিল্পের জন্য জনপ্রিয়। 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবিতে আলিয়া ভট্টের সঙ্গে তাঁর অভিনয় নজর কেড়েছিল।