কলকাতা: অভিনয়.. সেও তো দেবী সরস্বতীরই আরাধনা। সেই উদ্দেশ্যেই শুরু হয়েছিল এক সরস্বতী পুজো। সিনেমা লোকেদের নিয়েই। চার বছরে পা দিল 'সিনেমা সরস্বতী'। টলিউডে কিছু অভিনেতা-অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীদের উদ্য়োগে আয়োজন হয় এই সরস্বতী পুজোর। নাম, 'সিনেমা সরস্বতী'। পায়ে পায়ে সেই পুজো এবার পা দিল ৪ বছরে। আর এবার সেই পুজোয় থাকছে কিছু চমকও। 


'সিনেমা সরস্বতী' পুজোর অন্যতম উদ্যোক্তা হলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। তিনি জানিয়েছেন, এবার পুজোর প্রথমদিন হাজির থাকবেন দেব (Dev) ও ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এছাড়া তো অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা থাকবেই প্রত্যেক বছরের মতো। এবিপি লাইভকে (ABP Live) শিলাদিত্য বলছেন, 'আমরা পাটুলির যাত্রা শুরু সংঘে এবারের সিনেমা সরস্বতী-র আয়োজনটা করেছি। এটা চতুর্থ বছর। গতবছর থেকেই পাটুলিতে হচ্ছে এই অনুষ্ঠানটা। আমাদের খুব সাহায্য করেছেন, বাপ্পাদিত্য দাশগুপ্ত। উনি না থাকলে হয়তো পুজোটাই সম্ভব হত না। তবে, আমাদের প্রথমে ইচ্ছা ছিল, টালিগঞ্জের বিভিন্ন স্টুডিওতে এই পুজোটা করব, কারণ মূল উদ্দেশ্য ছিল সিনেমা সঙ্গে যুক্ত মানুষদের শ্রদ্ধাজ্ঞাপন করা। তবে স্টুডিওরাই আমাদের এই সুযোগ দেয় না। খুব কমসংখ্যক মানুষদের উদ্যোগেই এই পুজোটা হয়। সিনেমা মানুষদের ভাল হোক.. সিনেমা প্রগতি হোক.. এই উদ্দেশেই পুজোটা করা। এবার আমাদের পুজোয় মেয়র ফিরহাদ হাকিম, বাপ্পাদিত্য দাশগুপ্ত আর দেবও আসছেন। সিনেমা সরস্বতী-র আরাধনায় এবার যোগ দেবেন ওঁরাও।'


শুধু বাকদেবীর আরাধনা নয়... নতুন প্রতিভাদের তুলে ধরার ব্যবস্থাও  হয় এই পুজোয়। শিলাদিত্য বলছেন, 'এই পুজোয় 'ওপেন মাইক' নামে একটি মঞ্চ তৈরি করা হয়। গত বছরগুলোতেও হয়ে এসেছে। সঙ্গীতশিল্পী হোক বা কম্পোজার, যাঁদের তেমন সুযোগ নেই, কিন্তু পারফর্ম করতে চান, এই মঞ্চ তাঁদের জন্যই। আমাদের পরিকল্পনা ছিল, নতুন প্রতিভাদের ইন্ডাস্ট্রির এমন একটি অনুষ্ঠানে যদি মঞ্চ দেওয়া যায়। প্রথম বছর থেকেই আমি তারকা সঙ্গীতশিল্পী, কম্পোজার, পরিচালক সবাইকেই আমন্ত্রণ জানাই। আমার ইচ্ছা থাকে, এই অনুষ্ঠানের মাধ্যমে যদি তাঁরা কিছু নতুন প্রতিভাদের দেখতে পান, তাঁদের যেন কাজে লাগান নিজেদের ছবিতে। গতবার আমাদের মঞ্চ থেকে এক সঙ্গীত পরিচালকের জুটি ও একজন সঙ্গীতশিল্পী কাজের সুযোগ পেয়েছিলেন। বেশ বড়মাপের একটি ছবিতেই কাজ করেছিলেন তাঁরা। এবছরও আমরা আবার মঞ্চ তৈরি করছি নবাগতদের জন্যই। স্বনামধন্য শিল্পীদের আমন্ত্রণ রয়েছে। নতুন শিল্পীদের সুযোগ করে দিতে পারলে ভাল লাগে। এবার গত বছরের থেকে আরও একটু বড় করে পুজোটা হবে। থিমের মন্ডপ তৈরির পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে, যতটা পারি এই পুজোটাকে বড় করার চেষ্টা করব।' প্রসঙ্গত, এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, মানবাধিকার কমিশনের যুব সভাপতি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় ও বাপ্পাদিত্য দাশগুপ্ত।


১৫ এবং ১৫ তারিখে অনুষ্ঠিত হবে 'সিনেমা সরস্বতী'।


আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: প্রপোজ করতে ভয় পেত ছেলেরা, 'ম্যাম' ডাক শুনে মনখারাপ হত রুক্মিণীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।